রিপোর্ট অনুযায়ী, নিয়েলসন পরিশ্রমের সঠিক মূল্য দেওয়ায় বিশ্বাস করেন। ইতিমধ্যে কর্মীদের বিলাসবহুল ট্যুরের পিছনে ৪ লক্ষ পাউন্ড খরচ করে ফেলেছে তাঁর সংস্থা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩.৯৬ কোটি টাকা। সম্প্রতি আরও ৫০ জন কর্মীকে আইসল্যান্ড ট্রিপে পাঠিয়েছেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম
মার্ক নিয়েলসনই 'বিশ্বের সেরা বস'। এমনই দাবি ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর তা হবে না-ই বা কেন। কর্মীদের সবাইকে নিয়ে বেড়াতে যান, এমন বসকে সেরা না বলে উপায় আছে? শুধু বেড়াতে যাওয়াই নয়। বিদেশে দারুণ দারুণ সব ট্রিপের পিছনে প্রায় ৪ কোটি টাকা খরচ করেছে তাঁর সংস্থা। কর্মীদের খুশি রাখতে এবং সংস্থায় টিকিয়ে রাখতেই এই বিপুল টাকা খরচ করে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানালেন এই বিমা সংস্থার কর্তা।
রিপোর্ট অনুযায়ী, নিয়েলসন পরিশ্রমের সঠিক মূল্য দেওয়ায় বিশ্বাস করেন। ইতিমধ্যে কর্মীদের বিলাসবহুল ট্যুরের পিছনে ৪ লক্ষ পাউন্ড খরচ করে ফেলেছে তাঁর সংস্থা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩.৯৬ কোটি টাকা। সম্প্রতি আরও ৫০ জন কর্মীকে আইসল্যান্ড ট্রিপে পাঠিয়েছেন তিনি। তার বাজেট শুনলে যে কোনও কর্পোরেট কর্তা ভিরমি খাবেন। কর্মীদের এই ট্যুরের জন্য ৮১.২২ লক্ষ টাকা বরাদ্দ করেছেন মার্ক নিয়েলসন। আরও পড়ুন: অশনীরের নতুন কোম্পানিতে চাকরির সুযোগ! ৫ বছর থাকলেই পেতে পারেন ‘মার্সিডিজ’
শুধু তাই নয়, সম্প্রতি বেশ কয়েকজন কর্মীদের মেক্সিকোয় ফাইভ স্টার রিসর্টেও ট্যুরে পাঠিয়েছিলেন তিনি। এগুলি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এর পাশাপাশি বোনাস পান কর্মীরা। গত বছরে কর্মীদের বোনাস বাবদ সব মিলিয়ে প্রায় ৬১.৩৯ লক্ষ টাকা দিয়েছেন তিনি। ভালো কাজ করলে স্মার্টফোন, ড্রোন, ওভেন এমনকী দামি গাড়িও উপহার পান কর্মীরা।