কলকাতা NUHM Society-তে ১০১ টি পদে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মেডিক্যাল অফিসার ফুল টাইম এবং পার্ট টাইম পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের দ্রুত ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে জানানো হয়েছে। অস্থায়ী ভিত্তিতে এই পদে প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ ১১.১১.২০২০।মেডিক্যাল অফিসার ফুল টাইম:মেডিক্যাল অফিসার ফুল টাইম পদের জন্য রয়েছে ৪০ টি পদ। প্রার্থীদের কমপক্ষে MBBS হতে হবে। এছাড়া প্রার্থীদের ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হবে। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ৪০ হাজার হবে বলে জানানো হয়েছে।মেডিক্যাল অফিসার পার্ট টাইম:মেডিক্যাল অফিসার পার্ট টাইম পদের জন্য ৬১ টি পদ রয়েছে । প্রার্থীদের MBBS পাশ হতে হবে এবং বাধ্যতামূলক ভাবে ১ বছরের ইন্টার্নশিপ করতে হবে। প্রার্থীদের ৬২ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ২৪ হাজার।মূলত কলকাতার urban primary health centres of kolkata city nuhm society-র জন্য এই নিয়োগ করা হচ্ছে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে। নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে www.kmcgov.in-এই ওয়েবসাইটে দেখতে হবে।