আজ (বুধবার) প্রকাশিত হতে চলেছে ঝাড়খণ্ডের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল। জানালেন ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অরবিন্দ প্রসাদ সিং। তিনি বলেন, 'বুধবার দুপুর একটায় দশম শ্রেণির ফল ঘোষণা করা হবে। পড়ুয়ারা কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফল দেখতে পাবে।'
চলতি বছর ৩.৮৭ লাখ পড়ুয়া ঝাড়খণ্ডের দশম শ্রেণির পরীক্ষা দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পরীক্ষা। চলেছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কাউন্সিলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষার জন্য ৩৮৭,০২১ জন পড়ুয়া নথিভুক্ত হয়েছিল। সবমিলিয়ে রাজ্য়ের ৯৪০ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল।
দ্রুত পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় মে'র মধ্যে ফলাফল ঘোষণার লক্ষ্য ছিল কাউন্সিলের। সেজন্য গত মার্চ থেকেই উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরুর করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তা ভেস্তে যায়। পরে ১ এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়ন শুরু হওয়ার দিন ধার্য করা হলেও লকডাউনের জন্য তা পিছিয়ে যায়। শেষপর্যন্ত ২৮ মে থেকে শুরু হয় মূল্যায়ন প্রক্রিয়া। তা শেষ হয় ২৫ জুন। তার ১৩ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে কাউন্সিল।
পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি :
১) যেতে হবে।
২) 'JAC 10th Result 2020' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। তাতে নিজের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর সাবমিট করতে হবে।
৪) স্ক্রিনে রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রেখে দেওয়া ভালো।
এছাড়াও এবং ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে।
উল্লেখ্য, গত বছর প্রায় ৪.৩৮ লাখ পড়ুয়া দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ছিল ৭০.৭৭ শতাংশ। ছেলেদের পাশের হার ছিল ৭২.৯৯ শতাংশ। মেয়েদের কিছুটা কম ছিল - ৬৮.৬৭ শতাংশ।