প্রকাশিত হল IBPS CRP Clerk XII প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট। যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা আইবিপিএসের (ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন) ওয়েবসাইট ibps.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। আইবিপিএসের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ক্লার্কের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা।
আরও পড়ুন: SBI Clerk Recruitment 2022: ৫,০০০-র বেশি শূন্যপদে নিয়োগ SBI-র, কতদিন আবেদন চলবে? তা দেখে নিন
কীভাবে IBPS Clerk-র রেজাল্ট দেখবেন?
১) IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-তে যান।
২) হোমপেজে 'Click here to view Result Status of Online Preliminary Examination for CRP-Clerks-XII' লিঙ্কে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর, পাসওয়ার্ড বা জন্মতারিখ এবং ক্যাপচা দিয়ে 'Login' করুন।
৪) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
আইবিপিএস ক্লার্কের রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক (Direct link to check IBPS CRP Clerk XII Prelims results 2022) -
আরও পড়ুন: SSC CGL 2022: শুরু SSC CGL-র আবেদন, কেন্দ্রীয় সরকারে ২০,০০০ শূন্যপদে হবে নিয়োগ, বেতন চমকপ্রদ