কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজন চিকিৎসক, নার্সের পাশাপাশি বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মীর। সেই উদ্দেশে এবার মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি জেলায় লিখিত পরীক্ষা ছাড়াই স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ ক্ষেত্রে প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে।দেখে নেওয়া যাক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের জন্য কী ভাবে আবেদন করতে হবে।মেডিক্যাল অফিসার (NUHM/NRHM)মুর্শিদাবাদ: ২৯টি শূন্যপদ।জলপাইগুড়ি: ১২টি শূন্যপদ।শিক্ষাগত যোগ্যতা: মুর্শিবাদের জন্য প্রার্থীর এমবিবিএস ডিগ্রি থাকা প্রয়োজন। জলপাইগুড়ির জন্য প্রার্থীকে এক বছরের আবশ্যিক ইন্টার্নশিপ করতে হবে। এ ছাড়া ওয়েস্ট বেঙ্গল মে়ডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা জরুরি।বয়স সীমা: মুর্শিদাবাদের ক্ষেত্রে বয়স সীমা ৬৫ বছর পর্যন্ত। জলপাইগুড়ির ক্ষেত্রে বয়স সীমা ৬২ বছর পর্যন্ত। স্টাফ নার্স (NUHM)মুর্শিদাবাদ: ২টি শূন্যপদ।জলপাইগুড়ি: ১৫টি শূন্যপদ।শিক্ষাগত যোগ্যতা: জিএনএম কোর্স করা থাকতে হবে। স্থানীয় ভাষায় সড়গড় থাকতে হবে।বয়স সীমা: মুর্শিদাবাদের ক্ষেত্রে বয়স সীমা ৬৪ বছর পর্যন্ত। জলপাইগুড়ির ক্ষেত্রে বয়স সীমা ৪০ বছর পর্যন্ত।জিএনএম (থ্যালাসেমিয়া ইউনিট)শুধুমাত্র জলপাইগুড়িতে ২টি শূন্যপদ রয়েছে।শিক্ষাগত যোগ্যতা: জিএনএম কোর্স সম্পূর্ণ করা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।বয়স সীমা: সর্বোচ্চ ৪০ বছর।নার্সশুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় একটি শূন্যপদে নিয়োগ হবে।শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে ডিপ্লোমাধাারী বা স্নাতক হলে ইন্টারভিউয়ে অংশ নেওয়া যাবে।বয়স সীমা: সর্বোচ্চ ৪০ বছর।সাইকিয়াট্রিক নার্সশুধুমাত্র জলপাইগুড়ি জেলায় একটি শূন্যপদে নিয়োগ হবে।শিক্ষাগত যোগ্যতা: সাইকিয়াট্রিক নার্সিংয়ে বিএস বা এমএসি করা থাকলে আবেদ করা যাবে।বয়স সীমা: সর্বোচ্চ ৪০ বছর।কমিউনিটি নার্সশুধুমাত্র জলপাইগুড়ি জেলায় একটি শূন্যপদে নিয়োগ হবে।শিক্ষাগত যোগ্যতা: সাইকিয়াট্রিক নার্সিংয়ে বিএস বা এমএসি করা থাকলে আবেদ করা যাবে।বয়স সীমা: সর্বোচ্চ ৪০ বছর।শিক্ষাগত যোগ্যতা: সাইকিয়াট্রিক নার্সিংয়ে বিএস বা এমএসি করা থাকলে আবেদন করা যাবে।বয়স সীমা: সর্বোচ্চ ৪০ বছর।ও এস টি ডক্টরশুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় একটি শূন্যপদে নিয়োগ হবে।শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে।বয়স সীমা: সর্বোচ্চ ৪০ বছর।উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় শূন্যপদে নিয়োগের জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের ১০ ডিসেম্বর বহরমপুরে মুখ্য স্বাস্থ্য সচিবের দফতরে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে।