ছাঁটাইও হলেন, টাকাও কম পেলেন, অভিযোগ প্রাক্তন Google কর্মীদের Updated: 20 Feb 2023, 08:28 PM IST Soumick Majumdar বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুসারে, প্রাক্তন কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে গুগল। তারা জানিয়েছে, তাদের সিভিয়ারেন্স প্যাকেজের ইমেলে স্টকের সংখ্যায় ভুল ছিল। তবে সংস্থার প্রাক্তন কর্মীরা গোটা বিষয়টায় বেশ চটেছেন।