দেশের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ২০২৪ সালে পাশ করতে চলা পড়ুয়াদের মাথায় হাত। গতবছরগুলির তুলনায় এই মরশুমে প্লেসমেন্টে চাকরির আকাল দেখা দিয়েছে। এমনিতেই বিগত কয়েক বছরে ভারতের স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় বহুজাতিক আইটি সংস্থাগুলি কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। আমেরিকার অর্থনীতির শ্লথ গতি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবনের জেরে আইটি ক্ষেত্রে চাকরি কমেছে। এরই মধ্যে পাশ করে বের হওয়া পড়ুয়ারা চাকরির খোঁজ চালাচ্ছে। এই সবের মাঝেই প্লেসমেন্টে 'স্বস্তির নাম' টিসিএস এবং অ্যাক্সেঞ্চারের মতো সংস্থাগুলি। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, প্লেসমেন্টের নিরিখে বিগত বছরগুলির মধ্যে ২০২৪ সালই 'সবেচেয়ে খারাপ'। তাও টিসিএস এবং অ্যাক্সেঞ্চার আইটি ফ্রেশারদের অফার দিচ্ছে। (আরও পড়ুন: ভেঙেছিল স্বপ্ন, অবসাদে মাত্র ৩৮ বছর বয়সে নিজের প্রাণ দিলেন সফটওয়্যার সংস্থার CEO)
আরও পড়ুন: ঘুরে দাঁড়াতে বাজার থেকে ৪৫ হাজার কোটি তুলবে ভোডাফোন-আইডিয়া, সবুজ সংকেত বোর্ডের
ইটি-র রিপোর্ট অনুযায়ী, এবছর আইটি ফ্রেশারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে শীর্ষ স্থানে আছে টিসিএস। জানা গিয়েছে, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এবছর পাশ করতে চলা ৯ হাজার পড়ুয়ার মধ্যে ১০ শতাংশকেই চাকরি অফার করেছে টিসিএস। এদিকে চেন্নাইয়ের এসআরএম ইনস্টিটিউট অফ টেকনোলজির ৪১০ জনকে চাকরিতে নিয়োগ করেছে টিসিএস। এদিকে এসআরএম থেকে প্রায় ১৫০ জনকে চাকরিতে দিতে চেয়েছে অ্যাক্সেঞ্চার। (আরও পড়ুন: চালের দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ ভারতের, খিদের জ্বালায় পুড়তে পারে বাকিদের পেট)
আরও পড়ুন: গুলি-মিসাইল তৈরির কারখানায় ৩০০০ কোটি বিনিয়োগ আদানির, মেটাবে দেশের ২৫% চাহিদা
এদিকে রিপোর্ট অনুযায়ী, ভিআইটি-র যে ৯০০ জনকে টিসিএস চাকরি অফার করেছে, তাঁদের মধ্যে ৯৭ জনকে ৯ লাখ টাকার বাৎসরিক প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া এসআরএম-এর অনেক পড়ুয়াকেও ৯ লাখ টাকার বাৎসরিক প্যাকেজ অফার করেছে টিসিএস। জানা গিয়েছে, এই প্রথম ভিআইটি এবং এসআরএম-এ টিসিএস-এর পক্ষ থেকে ৯ লাখের বাৎসরিক প্যাকেজ অফার করা হয়েছে ফ্রেশারদের। এর আগে ২০২৩ সালে ভিআইটি থেকে ৩৫০০ পড়ুয়াকে চাকরি দিয়েছিল টিসিএস। এদিকে এসআরএম থেকে ২০০০ পড়ুয়াকে চাকরি দিয়েছিল টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস।