নবম ও একাদশ শ্রেণিতে অকৃৃতকার্য হলে দ্বিতীয় সুযোগ মিলবে না। কাউন্সিল ফর দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের (সিআইএসসিই) পড়ুয়াদের ক্ষেত্রে এই রায় দিল সুপ্রিম কোর্ট।করোনাভাইরাসের দাপটে গত ১৩ মে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়, চলতি বছর যে পড়ুয়ারা নবম ও একাদশ শ্রেণিতে পাশ করতে পারেনি, তারা স্কুলভিত্তিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তাতে নিজেদের ফলাফল ভালো করার সুযোগ পাবে।সিবিএসইয়ের সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে এক নাবালক পড়ুয়ার হয়ে শীর্ষ আদালত পিটিশন দাখিল করেন আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব। তিনি দাবি করেন, সিবিএসইয়ের মতো সিআইএসসিই বোর্ডও যদি সেই সুযোগ না দেয়, তাহলে সংবিধানের ১৪ নম্বর ধারার আওতায় সমতার অধিকার থেকে বঞ্চিত হবে নবম ও একাদশ শ্রেণি পড়ুয়া। সেই পিটিশনের মামলায় অগস্টে সিআইএসসিইকে নোটিশ দিয়েছিল শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ।