Central Govt Jobs: ক্লার্ক, স্টেনোগ্রাফার-সহ একাধিক পদে নিয়োগ, প্রকাশ বিজ্ঞপ্তি
1 মিনিটে পড়ুন Updated: 15 Jun 2021, 01:17 PM IST-
আবেদন পাঠানোর ঠিকানা : এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন জানাতে হবে। নির্দিষ্ট ফর্ম-ফিলাপ করতে বলা হয়েছে। সেইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, ক্যাটেগরি, কাজের অভিজ্ঞতা-সহ যাবতীয় শংসাপত্রের সেলফ অ্যাটেস্টেড ফোটোকপি পাঠাতে হবে। তারপর তা পাঠাতে হবে ন্যাশনাল ইনস্টিটিট ফর লোকোমোটোর ডিসএবিলিটিজের অধিকর্তার কাছে। ঠিকানা : Director, National Institute for Locomotor Disabilities (Divyangjan), B.T. Road, Bon-Hooghly, Kolkata-70009।