২০২০ সালের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য মডেল পেপার ও মার্কিং প্যাটার্ন প্রকাশিত করেছেন সিবিএসই। cbse.nic.in ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা এই স্যাম্পেল পেপারগুলি ডাউলনোড করতে পারবেন।আগামী বছরের মার্চ মাসে হবে বোর্ড পরীক্ষা। তার আগে এই স্যাম্পেল পেপারগুলি প্র্যাকটিস করে সম্ভাব্য প্রশ্ন সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে ছাত্র -ছাত্রীরা। কীভাবে ডাউলনোড করবেন সিবিএসই পরীক্ষার অ্যাডমিট কার্ড-১. প্রথমে cbse.nic.in লগ ইন করতে হবে ২. হোমপেজে ‘Examination’ ট্যাবটি ক্লিক করতে হবে ৩. curriculum/syllabus বিকল্পটিতে ক্লিক করতে হবে ৪. একটি নতুন পেজ খুলে যাবে ৫. Sample Question Paper’ ট্যাবটি ওপরেই থাকবে ৬. সেখানে থাকবে দশম বা দ্বাদশ শ্রেণীর বিকল্প, সেটিতে ক্লিক করতে হবে৭. যেই বিষয়ের প্রশ্ন চাই, সেটাকে ক্লিক করতে হবে৮. তারপরে সংশ্লিষ্ট বিষয়ের পেজ খুলে যাবে৯. প্রশ্নপত্র পিডিএফ ফাইলে খুলে যাবে, সেটিকে ডাউলনোড করতে হবে