সীমান্ত সুরক্ষা বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্সে (বিএসএফ) গ্রপ সি কর্মীর বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিএসএফ। মোট ২২০টি শূন্যপদের জন্যে আবেদন জানানো যাবে। এসআই (স্টাফ নার্স), এএসআই (অপারেশন থিয়েটার টেকনিশিয়ান), এএসআই (ল্যাবরেটরি টেকনিশিয়ান), সিটি (ওয়ার্ড বয়/ওয়ার্ড গার্ল/আয়া), এইচসি (ভেটেনারি স্টাফ) এবং কনস্টেবল পদের জন্যে জানানো যাবে আবেদন। যেকোনো ভারতীয় নাগরিক দেশের যেকোনও প্রান্ত থেকে এই শূন্যপদের জন্যে আবেদন জানাতে পারবেন।
আবেদনের জন্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নিরিখে স্টাফ নার্স পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ এবং নার্সিং বিষয়ে ডিপ্লোমা। এছাড়া এএসআই পদের জন্য বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সিটি পদের জন্য মাধ্যমিক পাস হলেই হবে। সাথে অবশ্য থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তাছাড়া এপদে আবেদন জানাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভেটেনারি স্টাফ পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ আর ভেটেনারি বিষয়ে এক বছরের কোর্স এবং কাজের অভিজ্ঞতা প্রয়োজন। কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে।
BSF এর অফিশিয়াল ওয়েবসাইট http://bsf.gov.in/Home গিয়ে আবেদন জানাতে পারবেন। শেষ তারিখ ২৬ জুলাই,২০২১। ১৮ থেকে ৩০ বছর বয়সীরা আবেদনজানাতে হবে। প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে পদ অনুযায়ী।