বাকি থাকা পরীক্ষাগুলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ামক অনিন্দ্যজ্যোতি পাল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় খোলার এক সপ্তাহ পরেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে।লকডাউনের কারণে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মতোই মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে পঠনপাঠন বন্ধ হয়ে যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সেই সঙ্গে থমকে যায় LLB,LLM, BBA BCA এর মতো বিভিন্ন পরীক্ষা।তৃতীয় দফা লকডাউনের মধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বকেয়া পরীক্ষাগুলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা শুরু হয়েছে। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ও পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল। তবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে।কিছু দিন আগেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই বিষয়ে কথা বলেন পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরীক্ষাগুলি কত নম্বরের হবে, অনলাইন নেওয়া হবে কি না, সে সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর ছেড়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।