ছোট ছোট শিশু সারমেয়। তারাও একদিন লড়বে দেশের জন্য। হাজার হাজার মানুষের প্রাণরক্ষা করবে। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তাদের প্রশিক্ষণ। সম্প্রতি সেই প্রশিক্ষণের ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। মধ্যপ্রদেশের তেকানপুরের ট্রেনিং সেন্টারে ১৯৭০ সাল থেকেই প্রশিক্ষণ দেওয়া হয় সেনাদের। সম্প্রতি সেখানেই চলছে সারমেয়দের প্রশিক্ষণ। নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
আরও পড়ুন - বেনজির মানবিকতা! তীব্র ভূমিকম্পে বিশেষভাবে সক্ষমকে কাঁধে নিয়ে তবেই ঘর ছাড়ল যুবক
জার্মান শেফার্ড, ল্যাবরেডর ও কিছু দেশীয় প্রজাতির সারমেয়দের ওই সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে সেনারা। ভিডিয়োতে প্রথমে দেখা যায় কিছু জার্মান শেফার্ড ছানাদের। তারপর ল্যাবরেডর ও দেশীয় প্রজাতির সারমেয়দের। এক সেনার নির্দেশ অনুসরণ করতে দেখা যায় তাদের। ভিডিয়োটি ভাইরাল হতেই অজস্র ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা। মানুষের পাশাপাশি তারাও আমাদের প্রহরায় জেগে। এই কথা স্মরণ করেই কুর্নিশ জানিয়েছেন অনেকে।