
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজ্যবাসীর পরিচিতি, ভাষা ও অধিকার সুরক্ষিত। সংশেোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে গোটা রাজ্যে ছড়িয়ে পড়া বিক্ষোভে লাগাম টানতে শুক্রবার এই আশ্বাস দিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
এদিন সোনোওয়াল সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, ‘মানুষকে আশ্বাস দিতে চাই যে অসমের ভূমিপুত্রদের অধিকার কেউ চুরি করতে পারবে না এবং তাঁদের ভাষা ও পরিচিতি নিয়েও কোনও আশঙ্কা ঘনায়নি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কোনও ভাবেই অসমের সম্মান ক্ষতিগ্রস্ত হবে না। আমরা সব সময় মানুষের সমর্থন পেয়েছি এবং শান্তিপূর্ণ ভাবে রাজ্যে শান্তি স্থাপন করব।’
সোনোওয়ালের ঘোষণার আগেই নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে গত ১০ দিন যাবত বন্ধ রাখা অসমের ইন্টারনেট পরিষেবা ফের চালু হয়েছে।
এ দিন মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন, রাজ্যে অশান্তি সৃষ্টিকারী দুষ্কৃতীদের রেহাই দেওয়া হবে না।
সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হলে শরণার্থীর সংখ্যা দ্রুত বেড়ে গেলে অসমের নিজস্ব সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে মনে করে ওই আইনের বিরোধিতায় নেমেছে একাধিক সংগঠন। বিক্ষোভের জেরে রাজ্যজুড়ে ব্যাপক হিংসা ছড়িয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা নিরাপত্তাবাহিনীর সংখ্যা বাড়িয়েছে প্রশাসন। গুয়াহাটি-সহ রাজ্যের বেশ কিছু শহরে কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports