আম আদমি পার্টি (আপ) জয়ের পর দিল্লিতে হু হু করে বাড়ল বিরিয়ানির চাহিদা। কয়েকটি রেস্তোরাঁ তো বিশেষ অফারও চালু করে দেয়।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় মন জিতল খুদে কেজরিওয়াল
বিরিয়ানির জন্য পরিচিত রাজধানীর একটি দোকানের সহ-প্রতিষ্ঠাতা জানান, মঙ্গলবার একের পর পর এক বিরিয়ানির অর্ডার এসেছে। সন্ধ্যায় চাহিদা আরও বেড়েছে। সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।
আরও পড়ুন : লোকসভা ভোটের পর একাধিক রাজ্যে ধাক্কা BJP, বিধানসভায় ফিকে মোদী-শাহর ক্যারিশমা?
কয়েকটি রেস্তোরাঁ আবার বিরিয়ানির উপর বিশেষ ছাড় দেয়। সাকেতের তেমনই একটি রেস্তোরাঁর তরফে জানানো হয়, সব ধরনের বিরিয়ানিতেই একটা এক প্লাস এক অফার দেওয়া হয়েছে। হু হু করে বিরিয়ানি বিকোচ্ছে।
আরও পড়ুন : কে জিতলেন-কে হারলেন, একনজরে হেভিওয়েট প্রার্থীদের রেজাল্ট
অথচ মঙ্গলবার দিল্লির একটি বড় অংশ আমিষ খাবার খান না। কিন্তু আপের জয়ে একদিনের জন্য সেই নিয়মভঙ্গ করেন অনেকেই।
আরও পড়ুন : 'পরাজয়ে আমরা নিরাশ হই না', সকালেই দিল্লি BJP অফিসের বাইরে পড়ল হোর্ডিং