মুম্বইয়ের বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের বাজেট পেশ হওয়ার সময় ঘটে গেল বিপত্তি। জল ভেবে স্যানিটাইজার পান করে ফেললেন বিএমসি অধিকর্তা। তবে তখনই ভুল বুঝতে পেরে মুখ থেকে সেটি বার করে দেন তিনি। কয়েকদিন আগেই মহারাষ্ট্রে বারোটি শিশুকে পোলিও টিকার জায়গায় স্যানিটাইজার দেওয়া হয়েছিল। এর জেরে তিন জনকে সরিয়ে দিয়েছে প্রশাসন। এদিন বাজেটের শিক্ষা বিষয়ক খুঁটিনাটি নিয়ে আলোচনা চলছিল। তখন ডায়াসে বসেছিলেন রমেশ পাওয়ার। তিনি বিএমসির সহকারী পৌর কমিশনার। আলোচনার মধ্যে অন্যমনস্ক হয়ে গিয়ে জল ভেবে তিনি স্যানিটাইজার পান করে বসেন! এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তখনই সবাই হইচই করে ওঠে পৌরকর্মীরা। তিনি নিজেও ভুল বুঝতে পারেন। তখনই তিনি দ্রুত ঘরের থেকে বেরিয়ে গিয়ে স্যানিটাইজারটি মুখের থেকে বার করে দেন ও ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নেন। দুটি বোতলই একই রকম দেখতে বলেই এই ভুল হয়েছিল বলে বিএমসি সূত্রে জানা গিয়েছে। তবে নিজেকে সামলে নিয়ে ঘরে ফিরে এসে শিক্ষা বাজেট পেশ করেন তিনি।