Weather Rain Forecast in WB: পয়লা বৈশাখে কি স্বস্তির বারিধারায় ভিজবে শহর কলকাতা? বাংলার আবহাওয়ার মেজাজ একনজরে
1 মিনিটে পড়ুন Updated: 15 Apr 2025, 08:31 AM ISTআজ কলকাতা থেকে জেলা, পয়লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে দেখে নিন।
আজ কলকাতা থেকে জেলা, পয়লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে দেখে নিন।
বর্ষণসিক্ত পয়লা বৈশাখ আজ দেখতে পারে বাংলার বহু এলাকা। অন্তত আবহাওয়ার পূর্বাভাস তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। চৈত্রের শেষলগ্নে গত কয়েক দিনে ভ্যাপসা গরমে কাবু বাংলায় এবার বৈশাখের প্রথম দিনে স্বস্তির বারিধারা শহরের রাজপথ থেকে অলিগলি ভিজিয়ে দিতে! পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গের বহু জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর উত্তরবঙ্গে? দুই বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।
উত্তরবঙ্গে আবহাওয়া:-
পয়লা বৈশাখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা সেভাবে নেই। তবে পয়লা বৈশাখের পরের দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধে দার্জিলিংএ বইতে পারে ঝোড়ো হাওয়া ও বর্ষণ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:-
মঙ্গলবার, দক্ষিণবঙ্গের ছয়টি জেলার বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বর্ষণ হতে পারে। তবে তা হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। ওই ৬ জেলায় ঝড় ও বর্ষণ হতে পারে। ঝড়ের বেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমির মতো থাকতে পারে। বাংলায় আজ পয়লা বৈশাখের দিন, সব জেলাতেই প্রায় কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা নিয়ে আইএমডির পূর্বাভাস:-
আইএমডির তরফে পূর্বাভাসে কলকাতায় মঙ্গলবার বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে। আজ শহরের আকাশের মুখ থাকতে পারে ভার। কলকাতায় ১৬ এপ্রিল ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ এপ্রিল ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। ১৮ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ১৯ ও ২০ এপ্রিলেও বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।