তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বাইরে বেরোলে চাঁদি ফাটা রোদ, আবার ঘরের ভিতরেও ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়ছে হচ্ছে। এই গরমে থেকে রেহাই পেতে অনেকেই বাড়িতে এসি মেশিন বসাচ্ছেন। অভিযোগ উঠেছে যে বিদ্যুৎ বিভাগের কাছ থেকে অনুমতি না নিয়েই সেই কাজটা করছেন। তার ফলে সাবস্টেশনগুলির উপর চাপ বাড়ছে। আর এই কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। কখনও দিনে, আবার কখনও রাতে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ আসছে না। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই সমস্যা বেশি হচ্ছে। তাই এই সমস্যা সমাধানে সাব-স্টেশনগুলির ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দফতর। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে নদিয়া জেলায়।
আরও পড়ুন: গরম পড়তেই বেড়েছে বিদ্যুতের চাহিদা, বিভ্রাট রুখতে নয়া ব্যবস্থা সিইএসসি’র
জানা যাচ্ছে, সাব-স্টেশনগুলির ক্ষমতা ৩ মেগাভোল্ট অ্যাম্পিয়ার থেকে ৫ মেগাভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত সাব-স্টেশনগুলির ক্ষমতা রয়েছে ৫ থেকে ৭ মেগাভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত সেগুলি বাড়িয়ে ১০ মেগাভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত করা হচ্ছে। রানাঘাট, কল্যাণী সাব-ডিভিশনের অধীনে একাধিক সাব-স্টেশনে ইতিমধ্যে এই কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি রানাঘাট ডিভিশনে একটি নতুন সাব-স্টেশন নির্মাণ করা হয়েছে। সেক্ষেত্রে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য এই সাব-স্টেশন তৈরি করা হয়েছে। বিদ্যুৎ দফতরের অনুমান, চলতি গরমে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। তাই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সাব-স্টেশনগুলির ক্ষমতা বাড়ানো হয়েছে পাশাপাশি বিদ্যুৎ পরিষেবার দিকেও নজর দেওয়া দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নতুন সাব-স্টেশনও চালু হয়েছে। উল্লেখ্য, গত বছর গরমে নদিয়া জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছিল। তার ফলে বিদ্যুতের চাহিদা বেড়ে গিয়েছিল। যার ফলে লোডশেডিং, লো ভোল্টেজের মতো সমস্যা দেখা দিয়েছিল। কিছু কিছু অংশে আবার সারারাত বিদ্যুৎ না থাকার মত পরিস্থিতি তৈরি হয়েছিল। তা থেকে শিক্ষা নিয়ে এবার প্রস্তুতি নিয়েছে বিদ্যুৎ দফতর।