ওনার প্রশাসন এত স্বচ্ছ হলে ওনার সাংসদ-বিধায়ক-মন্ত্রীরা জেল খাটছেন কেন? ইডি-সিবিআইয়ের ডাকে প্যারেড করছেন কেন? ভুবনেশ্বর যেতে হচ্ছে কেন? ৮০ হাজার কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি ওনার আমলেই হয়েছে। তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে পার্লামেন্টের মেম্বার কেউ দুর্নীতির বাইরে নয়। এমন কোনও প্রকল্প নেই যেখান থেকে কাটমানি খাওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকেও কাটমানি খাচ্ছেন তৃণমূল নেতারা। তাই বাড়ি কম তৈরি হচ্ছে। যার ফলে সুন্দরবনে আমফানে এত বাড়ি ভেঙে পড়েছে। আমফানের ত্রাণের কেন্দ্রের দেওয়া ১,০০০ কোটি টাকার বেশিরভাগটাই ওদের পার্টির লোকের হাতে চলে গিয়েছে। এটা যদি দুর্নীতি কমের নমুনা হয় তাহলে বেশি হলে কত হবে?সিপিএমের সাংসদ – বিধায়করা তো জেল খাটেননি। মন্ত্রীরা জেল খাটেননি। অভিযোগ এসেছে কারও কারও নামে। আমি একথা বলছি না যে সিপিএমের আমলে দুর্নীতি হয়নি। কিন্তু তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক কে সিবিআইয়ের ডাক পাচ্ছে না? মমতা ব্যানার্জির নিজের পার্টির দিকে তাকিয়ে কথা বলা উচিত।