সংখ্য়ালঘু-সংখ্য়াগুরু নিয়ে মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন। এমনকী তৃণমূলের তরফ থেকেও এই মন্তব্যের নিন্দা করা হয়েছিল। এবার সেই মন্তব্য তিনি কেন করেছিলেন তার ব্যাখা দিলেন ফিরহাদ নিজেই।
বৃহস্পতিবার ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ দাবি করেন, আমার মন্তব্যের অপব্যাখা করা হয়েছিল। তিনি বলেন, সব ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করি। কিন্তু আমার নিজের ধর্ম আমি ১০০ শতাংশ মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয় তাহলে আমি নিশ্চিতভাবে আমি অন্য়ায় করেছি। সবাইকে শিক্ষিত হতে হবে।
বিজেপি নেতা অমিত মালব্যকেও একহাত নেন তিনি।
সেই সঙ্গেই ফিরহাদ হাকিম বলেন, আমি পরোয়া করি না। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারও সামনে মাথানত করা যায় না। কর্মটাই হল আমার জীবন। আর সেটা করাচ্ছেন আল্লাহতালা। তিনি থাকতে আমার কোনও ক্ষতি হবে না। এমনকী হিন্দু বন্ধুদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন ফিরহাদ। কিন্তু এখানেই প্রশ্ন তাহলে তাঁর দল কেন জানিয়ে দিয়েছিল তারা ফিরহাদ হাকিমের বক্তব্যের সঙ্গে একমত নন।