বাংলাদেশে হিন্দুদের ওপর চরমপন্থী মুসলিমদের হামলার ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করল ভারতীয় জনতা পার্টি। সোমবার কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্র মিছিল করে সেদেশে মূর্তি ভাঙচুর ও হিন্দুদের ওপর আক্রমণে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছে বিজেপি। কলকাতায় ঢাকেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর বাংলদেশের উপ-রাজদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে বিজেপি যে চিন্তিত সেকথা তাঁকে জানান রাজ্যের বিরোধী দলনেতা।সোমবার সকাল থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর ইসলামি চরমপন্থীদের হামলার প্রতিবাদে পথে নামে বিজেপি। বাংলাদেশ সরকারের অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত বলে দাবি ওঠে মিছিল থেকে। দুপুকে কলকাতার কুমোরটুলিতে ঢাকেশ্বরী মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। এর পর পার্ক সার্কাসে বাংলাদেশের উপ-দূতাবাসে উপ-রাজদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।বেরিয়ে শুভেন্দুবাবু জানান, ‘বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। এবারের অবস্থা ৭১কে ছাড়িয়ে গিয়েছে। সেখানে গত রাতে মৎস্যজীবীদের ২টি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেকথা উপ-রাজদূত জানেনই না। ইতিমধ্যে সেখানে ৯ জন হিন্দু শহিদ হয়েছেন। আরও কোনও সংখ্যালঘুর যাতে প্রাণ না যায় তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের কর্তব্য তা স্মরণ করিয়ে দিয়েছি উপ-রাজদূতকে। আশা করি উনি আমার কথা সঠিক জায়গায় পৌঁছে দেবেন।’ শুভেন্দুর হুঁশিয়ারি, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বন্ধ না হলে হিলি আর পেট্রাপোলে গিয়ে শুয়ে থাকব আমরা।