ইংরেজি নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর বছরের প্রথম দিনই পশ্চিমবঙ্গে সরকারি ছুটি। এছাড়াও জানুয়ারি মাসেই আরও তিনটি সরকারি ছুটি আছে (সাপ্তাহিক ছুটি) বাদে। যদিও আবার এরই মধ্যে দু'টি ছুটি 'নষ্ট হবে'। রাজ্য সরকারের তালিকা অনুযায়ী, নতুন বছরে মোট ২৫টি ছুটি থাকবে। এছাড়াও আরও বেশ কয়েকটি বাড়তি ছুটিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পুজোর ছুটি কবে কবে? লম্বা উইকেন্ড কি পাওয়া যাবে? একনজরে দেখে নিন গোটা তালিকা… (আরও পড়ুন: পেনশন থেকে UPI, নয়া বছরে এল এই ৮ পরিবর্তন, কী প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর?)
আরও পড়ুন: নয়া বছরে বড় উপহার, কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় এখন LPG সিলিন্ডারের দাম কত?
ইংরেজি নতুন বছরে ১ জানুয়ারি, বুধবার ছুটি থাকছে। শিখ সম্প্রদায়ের জন্য প্রকাশ পরব উপলক্ষে ৬ জানুয়ারি ছুটি দেওয়া হয়েছে। এরপর স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ১২ জানুয়ারি ছুটি। অবশ্য সেদিন রবিবার। তাই সরকারি কর্মীদের সেই একদিনের ছুটি 'নষ্ট'। অর্থাৎ, 'বাড়তি' ছুটি হাতছাড়া। এরর নেতাজিজয়ন্তীর জন্যে ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার ছুটি। আবার সাধারণতন্ত্র দিবসে ২৬ জানুয়ারির ছুটিও পড়েছে রবিবার। এরপর সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারি, রবিবার। এর সঙ্গে অবশ্য ৩ ফেব্রুয়ারি বাড়তি ছুটি মিলবে। গুরু রবিদাসদের ভক্তদের জন্য তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ছুটি দিয়েছে রাজ্য সরকার। শবে বরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার ছুটি। এরপর ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রি উপলক্ষে ছুটি। সেদিন বুধবার।