বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের একটি মন্তব্য রাজ্য–রাজনীতিকে তোলপাড় করে দিয়েছে। ‘প্রায়শ্চিত্ত’ মন্তব্য কংগ্রেসের অন্দরে বিতর্ক চরমে তুলেছে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ঠিকই তো বলেছেন। অর্থাৎ কংগ্রেস তো এখন প্রায়শ্চিত্তই করছেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করার জেরে আজও খেসারত দিতে হচ্ছে কংগ্রেসকে। এই কথা বলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তারপর থেকেই কংগ্রেসের অন্দরে তুসের আগুন জ্বলছে।
এবার সেই প্রদীপ ভট্টাচার্যের কথাতেই সিলমোহর দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান কংগ্রেসের নেতা এমন মন্তব্য করলেও পাশে থাকা এখনকার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, তিনি শুনতে পাননি। ১৯৯৮ সালে বাংলায় কংগ্রেস ভেঙে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস। যা নিয়ে ২৭ বছর পরেও আক্ষেপ করেছেন প্রদীপ ভট্টাচার্য। রবিবার সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গিয়ে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্রের ফোন এল। সীতারাম কেশরী বলেছেন, ওকে তোমায় বহিষ্কার করতে হবে। আমি সোমেনকে বলেছিলাম. তুমি করো না। কিন্তু সোমেনের উপরে চাপ তৈরি হয়েছিল বলে করতে বাধ্য হয়েছিল। এই প্রায়শ্চিত্তটা কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না, এর হাত থেকে আমরা কখন, কীভাবে নিস্তার পাবো।’
আরও পড়ুন: মন্ত্রী–বিধায়কদের রাখা হয়েছে নদীঘাটে, কে–কোথায় থাকবেন? দায়িত্ব দিলেন মমতা