কলকাতার রাস্তা থেকে ক্রমেই মুছে গিয়েছে ট্রাম। এবার শেষ চিহ্নটুকুও মুছে যেতে পারে। কলকাতার রাস্তা থেকে তুলে নেওয়া হতে পারে ট্রাম লাইন। তারপর সেই রাস্তা সংস্কার করা হবে। তবে সবটাই নির্ভর করছে আদালতের নির্দেশের উপর। তারপর পদক্ষেপ নেবে সরকার। এমনটাই জানালেন কলকাতার মেয়র।
শনিবার পুরসভায় ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ প্রশ্ন তোলেন যে সমস্ত রুটে ট্রাম চলাচল করছে না সেখান থেকে কতদিনের মধ্যে ট্রাম ট্র্যাক তোলার কাজ করা হবে? ট্র্যাক তোলা ও রাস্তা মেরামতির কাজ কতদিনের মধ্যে শেষ করা হবে? ট্র্যাক তোলার পরে রাস্তা সংস্কারের দায়িত্ব কার? প্রশ্ন তুলেছিলেন কাউন্সিলর। সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন রাস্তা সংস্কার হচ্ছে না ট্রাম ট্র্যাক ও সংলগ্ন এলাকায়। বর্ষাকালে স্কুটারের, বাইকের দুর্ঘটনা হচ্ছে।
এনিয়ে অবস্থান স্পষ্ট করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, কলকাতা শহর দিন দিন গতিশীল হচ্ছে। ট্রামের মতো যানবাহন সেই তালের সঙ্গে চলতে পারছে না। আমরা কেবলমাত্র একটা রুটে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। আদালতে মামলাটির নিষ্পত্তি হলেই কলকাতা ট্রাম কোম্পানি ট্রাম ট্র্যাক তোলার কাজ করবে। তারপর রাস্তা সংস্কারের কাজে নামবে কলকাতা পুরসভা।