এসএসসি’র অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আজ, মঙ্গলবার তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তাই আগের রায় সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ছিল বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। আজ মঙ্গলবার সিবিআই তদন্ত খারিজের রায় শুনে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস শিবির। কারণ চারদিন আগেই সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মী সকলের চাকরি চলে যায়। যা বিরোধীদের কাছে বড় ইস্যু হয়ে দাঁড়ায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের আশ্বস্ত করেন।
এরপর একটি টাস্ক ফোর্স গঠন করে দেন মুখ্যমন্ত্রী। যাতে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী যাঁরা তাঁরা আইনি সহায়তা পান। রাজ্য সরকার মামলা লড়ছে চাকরিহারাদের পক্ষে। ২০২১ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই প্রথম ‘চরমে’ উঠেছিল এই মামলার রায়। ‘ঢাকি সমেত বিসর্জন’ দেওয়ার কথা তিনিই বলেছিলেন। তারপর তিনি বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং এখন সাংসদ। আজ সিবিআই তদন্ত খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আর তাই তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, ‘আমি অত্যন্ত খুশি। এতদিন ধরে যে পক্ষপাতদুষ্ট রায় ছিল, তার সমাপ্তি ঘটল।’
আরও পড়ুন: খড়দায় গণধর্ষণের শিকার বিধবা মা, গ্রেফতার ২, বাকি দু’জন পলাতক, তদন্তে পুলিশ
আসলে গোটা রাজ্য মন্ত্রিসভাকে জেলে ভরার জন্যই এমন মামলা করা হয়েছিল বলে মনে করেন সৌগত রায়। সেখানে সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট ভাষায জানিয়ে দিয়েছে, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানে। আর অতিরিক্ত শূন্যপদ তৈরি করা বেআইনি নয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এসএসসি এই ধরনের পদ সৃষ্টি করতেই পারে। এই রায় আসতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন সৌগত রায়। বর্ষীয়ান সাংসদের বক্তব্য, ‘সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিলেন। সেটা শেষ হল। এটাও প্রমাণ হল, রাজ্য সরকার যে সুপারনিউমারিক পোস্ট তৈরি করেছিল সেটাও বৈধ।’
রাজ্য সরকার এসএসসি’র মাধ্যমে শিক্ষক নিয়োগে প্রায় ছ’হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয়। তারপর একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন ছিল শূন্যপদ তৈরির সিদ্ধান্তে। এই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্তকে আগে আইনসঙ্গত নয় বলেছিল কলকাতা হাইকোর্ট। এমনকী, প্রয়োজন পড়লে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই বলা হয়েছিল। এবার সেই নির্দেশই খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। তাই সৌগত রায়ের কথায়, ‘আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে কলকাতা হাইকোর্টের একটা অংশ পক্ষপাতদুষ্ট রায় দিচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে সেই অভিযোগই প্রমাণিত হল।’