স্যালাইন কান্ডে গুরুতর অসুস্থ তিন প্রসূতিকে নিয়ে আসা হল কলকাতায়। ভর্তি করা হল এসএসকেএমে। একেবারে গ্রিন করিডর করে পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে আসা হল কলকাতায়। লাইফ সাপোর্টে নিয়ে আসা হয়েছে তাঁদের। সাড়ে তিনঘণ্টার পথ অতিক্রম করে তাঁদের নিয়ে আসা হয়েছে।
সিসিইউতে দুজনকে ও আইটিইউতে একজনকে ভর্তি করা হয়েছে তাঁদের। তিনজনের মধ্যে দুজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। ক্রিটিকাল কেয়ার ও নেফ্রোলজির সাপোর্টে রাখা হয়েছে। আধুনিক অ্য়াম্বুল্যান্সে নিয়ে আসা হয়েছে তাঁদের।
প্রসূতিদের নির্দিষ্ট কেবিনে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করছেন। তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। দীর্ঘপথ অতিক্রম করে তাঁদের আনা হয়েছে। গ্রিন করিডর করে আনা হয়েছে। অত্যন্ত সাবধানতার সঙ্গে গাড়ি চালিয়ে আনা হয়েছে।
এদিকে চিকিৎসকরা আগে থেকে প্রস্তুত ছিলেন। আপৎকালীন পরিস্থিতিতে কী কী দরকার সবটাই নজর রাখছিলেন তাঁরা।
এদিকে এক রোগিনীর পরিজন জানিয়েছেন, সারা শরীর ফুলে যাচ্ছে। পেটে ব্যাথা। বমিও হয়েছে। খুব অসুস্থ। চিকিৎসকরা বলেছেন সুস্থ হয়ে যাবে।
কার্যত আশায় আশায় রয়েছেন পরিজনরা।
এদিকে স্যালাইন কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। তার মধ্য়েই নিয়ে আসা হল তিন প্রসূতিকে।