গত ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার। সেদিনই আবার কলকাতার বুকে 'সংহতি মিছিল' হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের নিয়ে সেই মিছিলে হেটেছিলেন মমতা। বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা অভিযোগ করেছিলেন, 'বিজেপি নারী বিরোধী।' মমতা প্রশ্ন তুলেছিলেন, রামকে নিয়ে লাফালাফি করা বিজেপির মুখে সীতার নাম নেই কেন? প্রসঙ্গত, এর আগেও একাধিকবার 'জয় শ্রী রাম' এবং 'জয় সিয়া রাম' ঘিরে বিতর্ক হয়েছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'জয় শ্রী রাম' স্লোগান উঠেছে। যা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে গিয়েছেন। আবার তৃণমূল পালটা দাবি করেছে, ধর্মীয় অভিবাদনের বদলে 'জয় শ্রী রাম'কে যুদ্ধের স্লোগানে পরিণত করেছে বিজেপি। এই সবের মাঝেই 'উপেক্ষিত' হচ্ছেন সীতা। আর এই সব অভিযোগের প্রেক্ষিতে এবার জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (আরও পড়ুন: 'তিনি নিজে কী ছিলেন?' বিজেপির 'সুরে' কথা বলেও শুভেন্দুর তোপের মুখে ফিরহাদ)