বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগ সফরকে ‘ফটো শ্যুট’ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। সঙ্গে সুকান্তবাবুর দাবি, বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে মিথ্যা দোষারোপ করছে রাজ্য সরকার। বন্যা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী।এদিন সুকান্তবাবু বলেন, ‘জল ছাড়ার সিদ্ধান্ত নিতে ডিভিসির যে কমিটি রয়েছে তার গুরুত্বপূর্ণ ২ জন সদস্য রাজ্য সরকারের প্রতিনিধি। সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা মুখ্যমন্ত্রীর জানা উচিত। রাজ্য সরকারের প্রতিনিধিরা তা জানিয়ে না থাকলে সেটা রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা। এজন্য ডিভিসিকে দোষারোপ করে কী হবে।’মুখ্যমন্ত্রীর আরামবাগ সফরকে কটাক্ষ করে সুকান্তবাবু বলেন, ‘উনি রাজনীতি করতে গেছেন, বন্যায় ফটোশ্যুট করতে গেছেন। সামান্য একটু জলে নেমে ছবি তুলে চলে এসেছেন।’একই সঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘কেন্দ্র রাজ্য সরকারের সঙ্গে সব রকম সহযোগিতার জন্য তৈরি রয়েছে। কিন্তু কথায় কথায় যারা কেন্দ্রকে গালি দেয় তারাই কাজের সময় বলছেন কেন্দ্রকেই সব করতে হবে। তাহলে ওনারা আছেন কেন? গালি দেওয়ার জন্য শুধু? রাজ্য সরকারের কোনও দায়িত্ব কর্তব্য নেই?’শনিবার বন্যাপরিস্থিতি পরিদর্শনে আরামবাগ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর ফের একবার রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মন্তব্য, ‘এটা ম্যান মেড ক্রাইম।’