1 মিনিটে পড়ুন Updated: 03 Aug 2023, 02:43 PM ISTChiranjib Paul
সুজয়কৃষ্ণ নিম্ন আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। এবার তিনি এই আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কেন সুজয়কৃষ্ণকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে? তা নিয় প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থকর ঘোষ।
সুজয়কৃষ্ণ ভদ্র
এসএসকেএম-এ হার্ট সার্জারি করাতে চান না 'কালীঘাটের কাকু'। তিনি চান তাঁর সার্জারি হোক নিজের পছন্দের কোনও বেসরকারি হাসপাতালে। এই নিয়ে ইতিমধ্যেই 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ নিম্ন আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। এবার তিনি এই আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কেন সুজয়কৃষ্ণকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে? তা নিয় প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থকর ঘোষ। বৃহস্পতিবার বিকাল চারটে এই মামলার শুনানি রয়েছে।
এদিন বিচারপতি ইডি-র আইনজীবীকে প্রশ্ন করেন, 'এসএসকেএম কেন নয়? অসুবিধা কোথায়?' এর পরই ইডিকে দেন এ নিয়ে রিপোর্ট জমা দিতে। সেই রিপোর্টে দেখেই বিচারপতি সিদ্ধান্ত নেবেন। বিচারপতি বলেন, এসএসকেএমের তরফ থেকে বলা হচ্ছে যে তারা এই চিকিৎসা করতে সমর্থ নয়, ততক্ষণ পর্যন্ত বেসরকারি হাসপাতালে চিন্তা নির্দেশ দেবে না আদালত। ইডি কাছে জানতে চাওয়া হয়, সুজয়কৃষ্ণের জন্য বোর্ড গঠন করবে কি না? বিকাল সাড়ে ৪টার সময় আদালতে তা জমা দেবে ইডি।
সুজয়কৃষ্ণের জামিন প্রসঙ্গ, বিচারপতি ঘোষ জানান, স্ত্রী মারা যাওয়ায় গ্রেফতার হওয়ার ১৫ দিনের মাথায় তিনি প্যারোলে গিয়েছিলেন। এভাবে প্যারোলে থাকাকালীন জামিন দিলে অন্য আসামীদের কাছে ভুল বার্তা যাবে। তিনি আরও বলেন, জামিন ছাড়াও চিকিৎসা সম্ভব।