বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kalighater Kaku: এ বার শেয়ার কারচুপিতেও কাকু, ইডির নজরে চার বেসরকারি সংস্থা
পরবর্তী খবর
Kalighater Kaku: এ বার শেয়ার কারচুপিতেও কাকু, ইডির নজরে চার বেসরকারি সংস্থা
1 মিনিটে পড়ুন Updated: 28 Jun 2023, 09:08 PM ISTChiranjib Paul
এবার 'কালীঘাটের কাকু'র নাম জড়াল শেয়ারের দাম কারচুপিতেও। কম দামের শেয়ার কয়েক গুণ বেশি দামে বিক্রি করে টাকা তোলা হয়েছে। কত বেশি জানলে আপনার চোখ কপালে উঠবে। চারটি বেসরকারি সংস্থার বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ইডি। তাদের সম্পত্তিও খতিয়ে দেখা হচ্ছে। বেশ কিছু রহস্যময় লেনদেনের হদিশ মিলেছে।
'কালীঘাটের কাকু'র ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র
১০ টাকার শেয়ার বিক্রি করা হয়েছিল ৪৪০ টাকায়। 'কালীঘাটের কাকু'র ওরফে সুজয়কৃষ্ণের সঙ্গে যোগ থাকা বেসরকারি সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ ইডির। এ ভাবে শেয়ার বেচে প্রায় ৩ কোটি টাকা তোলা হয়েছিল। এ ছাড়া হাওলার মাধ্যমে ১০ কোটি টাকা বিনিয়োগ করারও অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে।
ইডির আরও অভিযোগ, সুজয়কৃষ্ণের সঙ্গে যোগ থাকা সংস্থায় প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেছিল আরও তিনটি সংস্থা। তার মধ্যে দুটি বর্তমানে বন্ধ।
ইডি সূত্রে জানা গিয়েছে, যে তিন সংস্থা কাকুর সঙ্গে যুক্ত সংস্থায় বিনিয়োগ করেছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বেশকিছু 'রহস্যজনক' লেনদেনের হিসাব পাওয়া গিয়েছে। সেগুলোর সূত্র ধরেই আরও বিস্তারিত তদন্ত করতে চাইছে তদন্তকারী সংস্থা। সেই সংস্থাগুলি কী ধরনের তাই খতিয়ে দেখা শুরু করেছেন ইডি আধিকারিকেরা। সুজয়কৃষ্ণ সংস্থাগুলির সঙ্গে যুক্তি কিনা তাই খুঁজে বার করার চেষ্টা চলছে।
ওই বেসরকারি সংস্থায় সুজয়কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা একাধিক সংস্থা নামে বেনামে বিনিয়োগ করেছিল, তেমনটা ধরে নিয়ে তদন্ত করতে চাইছে ইডি। ইতিমধ্যেই বেসরকারি সংস্থার নামে থাকা সম্পত্তিগুলি খতিয়ে দেখা হচ্ছে। ইডির অভিযোগ হাওলার মাধ্যমে ১০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এর আগে ইডির আইনজীবী আদালতে এই দাবি করেছিলেন, হাওলার মাধ্যমে টাকা আবাসন শিল্পেও বিনিয়োগ হয়েছে। এবার কাকুর নাম জড়াল শেয়ার দরের কারচুপিতেও।