ওদের কাজ অফিস ঘরে বা কোনও দোকানে বসে নয়। বাইকে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। ফলে গরমের দিনে চড়া রোদে হোক অথবা অন্য সময়ে বিশ্রামের জন্য আলাদা কোনও জায়গা না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। এই অবস্থায় ডেলিভারি বয় এবং অ্যাপ চালকদের জন্য মানবিক পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের সুবিধার্থে এবার শহরের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হবে শেল্টার। সেখানে বিশ্রাম নিতে পারবেন তারা।
আরও পড়ুন: ১.৫ লাখের আইফোন অর্ডার, টাকা না থাকায় ডেলিভারি বয়কে খুন করল ২ যুবক, ধৃত ১
জানা যাচ্ছে, কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (কেএমডি)-এর সাহায্যে কলকাতার বিভিন্ন প্রান্তে ডেলিভারি বয় এবং অ্যাপ ক্যাব চালকদের জন্য শেল্টার গড়ে তুলবে কলকাতা পুরসভা। সেখানে কাজের ফাঁকে তারা বিশ্রাম নিতে পারবেন। যদিও এই শেল্টারগুলিতে শৌচালয় থাকছে না বলেই জানা যাচ্ছে। ফলে কেন শৌচালয় রাখা হচ্ছে না তা নিয়ে উঠেছে প্রশ্ন। বর্তমানে এই পেশার সঙ্গে যুক্ত অনেককেই রয়েছেন মহিলা। সাধারণত কাজের সময় শৌচকর্মের জন্য তারা পাবলিক টয়লেট ব্যবহার করে থাকেন। কিন্তু, সেক্ষেত্রে নানা সমস্যা হয় তাদের। কারণ বাইরে মালপত্র রেখে দিয়ে অনেক ক্ষেত্রে তাদের টয়লেটে যেতে হয়। সে ক্ষেত্রে ডেলিভারি করা জিনিসপত্র চুরি হওয়ার আশঙ্কাও থাকে। আর সেরকমটা হলেই বিপাকে পড়ার সম্ভাবনা থাকে কর্মীদের।