বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Train Cancelled in Sealdah Section: শনি-রবিতে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদায়, একাধিক রেলের সময় বদল, দমদমে হবে কাজ
দমদম স্টেশনে ডাউন লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। শনি ও রবিবার মিলিয়ে প্রচুর ট্রেন বাতিল থাকবে বলে খবর। সব মিলিয়ে ৪৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর। তবে শনিবার রাতের দিকে মূলত কাজ হবে। আর রবিবার সকালের দিকে কাজ হবে। সেক্ষেত্রে যাদের জরুরী প্রয়োজনে ওই রুটে যেতে হবে তাঁরা হাতে সময় নিয়ে চলুন। না হলে সমস্যায় পড়তে পারেন।
জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সব মিলিয়ে সাত ঘণ্টা এই রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তার জেরে সেই সময়টাতে প্রায় সাত ঘণ্টা রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই সময়টাতে রেললাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে বলে খবর।
যে যে ট্রেনগুলি বাতিল থাকবে তা একবার একনজরে দেখে নিন। এটা জেনে নিলে সুবিধা হবে সাধারণ যাত্রীদের। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হবে না।