পরীক্ষার পর দু'বার খোলা হয়েছে অনলাইন পোর্টাল, তারপরেও উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করেনি রাজ্যের একাধিক স্কুল। এই অবস্থায় স্কুলগুলিকে প্র্যাক্টিক্যাল নম্বর যুক্ত করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই সময়ের মধ্যে প্র্যাক্টিক্যাল নম্বর পোর্টালে তোলা না হলে স্কুলগুলিকে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে সংসদ।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে নিষিদ্ধ স্মার্ট ফোন-গ্যাজেট, নির্দেশ অমান্যে জুটবে কঠোরতম শাস্তি!
শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে, এই সময়ের মধ্যে প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর যুক্ত করতে ব্যর্থ হলে স্কুলগুলিকে পড়ুয়া পিছু ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। জানা গিয়েছে, স্কুলগুলি যাতে পরীক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল নম্বর যুক্ত করতে পারে, তার জন্য বৃহস্পতিবার পুনরায় এই পোর্টাল খোলা হয়েছে। এটি চালু থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এখনও পর্যন্ত যে সমস্ত স্কুল উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল নম্বর যুক্ত করেনি তাদের, এই সময়ের মধ্যে তা যুক্ত করতে হবে।
শিক্ষা সংসদের এক আধিকারিক জানিয়েছেন, এই নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে পোর্টালটি খোলা হল তিনবার। এর মধ্যে পোর্টাল প্রথমবার খোলা হয়েছিল ডিসেম্বরে। এরপর জানুয়ারিতে খোলা হয়েছিল। কিন্তু, অনেক স্কুল রয়েছে যেগুলি উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করেনি। তাই এবার পরীক্ষার আগে স্কুলগুলিকে শেষবারের মতো ১০দিনের সুযোগ দেওয়া হল। তারপরেও যদি কোনওই স্কুল নম্বর জমা দিতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট স্কুলকে জরিমানা করা হবে।
প্রসঙ্গত, নম্বর সংযুক্ত না করার পাশাপাশি অনেক স্কুলের বিরুদ্ধেই ভুল নম্বর যুক্ত করার অভিযোগ সামনে এসেছে। সেক্ষেত্রে শিক্ষা সংসদের তরফে এই সময়ের মধ্যে স্কুলগুলিকে ভুল সংশোধন করতে বলা হয়েছে। তবে এরপরেও ভুল থেকে গেলে জরিমানা করা হবে। সেইসঙ্গে জরিমানার টাকা কোথায় জমা দিতে হবে? সে বিষয়টি নির্দিষ্ট করে দিয়েছে শিক্ষা সংসদ। বলা হয়েছে, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের রিজিওনাল অফিসে গিয়ে জরিমানার টাকা জমা করতে হবে। সেই সঙ্গে নম্বরও নথিভুক্ত করতে হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২ ডিসেম্বর থেকে। এই পরীক্ষা চলেছিল আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। এদিকে, এবারের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হতে চলেছে ৩ মার্চ থেকে। আর তা চলবে ১৮ মার্চ পর্যন্ত।