রাত ১২টার পর ওই মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। তার জেরেই মৃত্যু হয় ওই মোটরবাইক চালকের। আহত হয়েছেন পিছনে থাকা আরোহী। কারও মাথাতেই হেলমেট ছিল না। দু’জনকেই হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে নেওয়া হয়।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। (প্রতীকী ছবি)
আবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রাতের কলকাতায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও ওই যুবকের বেপরোয়া মোটরবাইক এই পথ দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ। মোটরবাইক তীব্র গতিতে থাকায় সেটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। আর তখনই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে মোটরবাইকটি। তখনই ঘটনাস্থলে মৃত্যু হয় যুবক মোটরবাইক চালকের। এই নিয়ে রাতেই হুলুস্থুল পড়ে যায়।
ঠিক কী ঘটেছে ওয়াটগঞ্জে? স্থানীয় সূত্রে খবর, ওই যুবক তীব্র গতিতে মোটরবাইক চালিয়ে আসছিল। তার পিছনে আরও এক আরোহী ছিল। কিন্তু রাত ১২টার পর ওই মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। তার জেরেই মৃত্যু হয় ওই মোটরবাইক চালকের। আহত হয়েছেন পিছনে থাকা আরোহী। কারও মাথাতেই হেলমেট ছিল না। দু’জনকেই হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে নেওয়া হয়।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, রাত ১২টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে ওয়াটগঞ্জ থানা এলাকায়। মৃত যুবকের নাম শেখ তনবির হোসেন (২০)। রাতে বন্ধুকে পিছনে বসিয়ে মোটরবাইক চালিয়ে আসছিলেন তিনি। তবে মোটরবাইকের তীব্র গতি ছিল। তাতেই গার্ডেনরিচ রোড ধরে আসার সময়ে বিদ্যাসাগর সেতু ট্র্যাফিক গার্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখন সোজা গিয়ে মোটরবাইকটি ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে। ছিটকে পড়েন তনবির ও তাঁর বন্ধু। তনবিরের মাথায় গুরুতর চোট লাগে। পুলিশ দু’জনকে এসএসকেএমে নিয়ে গেলে মৃত্যু হয় তনবিরের।