বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Latest News: CBI-এর ১০৪ প্রশ্নের ৫৬টিরই জবাব দেয়নি সঞ্জয়, কাল হল একটিমাত্র স্বীকারোক্তি!

RG Kar Latest News: CBI-এর ১০৪ প্রশ্নের ৫৬টিরই জবাব দেয়নি সঞ্জয়, কাল হল একটিমাত্র স্বীকারোক্তি!

সঞ্জয় রায়। (ANI Photo)

সঞ্জয় দাবি করেছিল, ওই হাসপাতালে তার এক সহকর্মী, যিনি সিভিক ভলান্টিয়ার, তাঁর অস্ত্রপচার করা হয়েছিল এবং তিনি ওই বিভাগে ভর্তি ছিলেন। এবং তাঁকে দেখতেই নাকি সে হাসপাতালে গিয়েছিল। অথচ, সেই রোগী সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি সে।

আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। তার সাজা ঘোষণাও হয়ে গিয়েছে। সূত্রের দাবি, এই সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) মোট ১০৪টি প্রশ্নর করেছিল। যার অর্ধেকেরও বেশি প্রশ্নের কোনও জবাব দেয়নি সঞ্জয়! কিন্তু, একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ছিল ইতিবাচক!

টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মোট ১০৪টি প্রশ্নের মধ্যে ৫৬টি প্রশ্নের উত্তরে সঞ্জয় বলে, 'আমি বলতে পারব না'। কিন্তু, যখন তাকে প্রশ্ন করা হয়, সংশ্লিষ্ট সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাকে দেখা গিয়েছে, সেই ব্যক্তি সে কিনা, তার জবাবে সঞ্জয় গোয়েন্দাদের জানায়, সেটা সেই-ই। গত বছরের ৯ অগস্ট, আরজি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে তাকেই দেখা গিয়েছে।

গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, সঞ্জয় রায়ের এই একটি বয়ানই আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে তার যোগসূত্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইতিমধ্যেই শিয়ালদহের নিম্ন আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে যাবজ্জীবন (আমরণ) কারাবাসের সাজা শুনিয়েছে। বিচারক অনির্বাণ দাস তাঁর ১৭২ পৃষ্ঠার বিচারনামায় সঞ্জয়ের উপরোক্ত স্বীকারোক্তিটি বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। যে স্বীকারোক্তি শুনানি চলাকালীনও সঞ্জয় করেছিল।

বিচারক তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, সঞ্জয় অনেক প্রশ্নেরই নেতিবাচক বা 'না' সূচক জবাব দিয়েছেন। কিন্তু, একবারও সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজে তার উপস্থিতির দাবি অস্বীকার করেনি।

বিচারক এই প্রসঙ্গে বলেন, 'তাকে বলা হয়েছিল, সে ওই প্রশ্নের যে জবাব দেবে, তা তার বিরুদ্ধে যেতে পারে। তারপরও, পুরোটা জানা সত্ত্বেও সে স্বীকার করেছে, ওই ফুটেজে থাকা ব্যক্তি সে। তাই এক্ষেত্রে অভিযুক্তের এই বয়ান সম্পূর্ণ সংযোগপূর্ণ।'

আরজি কর হাসপাতালের থার্ড ফ্লোর বা চারতলায়, চেস্ট বিভাগে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তার মধ্যে বিশেষ অ্য়াঙ্গেল ওঠা একটি ফুটেজ আদালত অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং খতিয়ে দেখেছে।

যদিও যে স্থানটিকে আনুষ্ঠানিকভাবে ক্রাইম সিন বা ঘটনাস্থল বলে দাবি করা হয়েছে, সেই স্থান সিসিটিভি ক্যামেরার কভারেজের আওতার মধ্যে নেই। বরং, সেই স্থান সিসিটিভি ক্য়ামেরার কাছাকাছি, এটা বলা যায়।

গত ৯ অগস্ট, ভোর ৪টে ৩১ মিনিটের একটি সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছে। তার হাতে সেই সময় একটি হেলমেট ছিল। এবং তার গলায় কোনও ব্লু টুথ ইয়ারফোন ছিল না। সঞ্জয় স্বীকার করেছে, ওই দিন ভোর ৪টে ০৩ মিনিট থেকে ৪টে ৩১ মিনিট পর্যন্ত সে চেস্ট ডিপার্টমেন্টে ছিল।

এই স্বীকারোক্তি থেকে বিচারক এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, ঘটনাস্থলে সঞ্জয়ের উপস্থিতি প্রমাণিত।

যদিও সঞ্জয় দাবি করেছিল, ওই হাসপাতালে তার এক সহকর্মী, যিনি সিভিক ভলান্টিয়ার, তাঁর অস্ত্রপচার করা হয়েছিল এবং তিনি ওই বিভাগে ভর্তি ছিলেন। এবং তাঁকে দেখতেই নাকি সে হাসপাতালে গিয়েছিল। অথচ, সেই রোগী সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি সে।

সঞ্জয় আরও দাবি করেছিল, সে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের পুরুষ ওয়ার্ডে নিজের হেলমেট আর ইয়ারফোন রেখে এসেছিল। কিন্তু, এই দাবিও প্রমাণ করতে পারেনি সঞ্জয়।

এদিকে, নির্যাতিতা তরুণী চিকিৎসকের শরীরে সঞ্জয়ের স্যালাইভার নমুনা পাওয়া গিয়েছিল। এতে সঞ্জয়ের দাবি ছিল, ওই প্রমাণ আরোপিত। পুলিশ হেফাজতে তার উপর অত্যাচার করে ওই স্যালাইভা সংগ্রহ করা হয়। এবং পরে তা নির্যাতিতার শরীরে আরোপ করা হয়।

এছাড়াও, সঞ্জয় মুখে আঘাত ছিল। তার দাবি ছিল, বক্সিং অনুশীলন করতে গিয়ে তার ওই আঘাত লেগেছে। যা ফরেনসিক বিশেষজ্ঞরা খারিজ করে দিয়েছেন। তাদের বক্তব্য, আঘাত বলতে এখানে আঁচড়ের দাগ বলা হয়েছে। কোনও ভোঁতা জিনিসের আঘাত নয়।

শুনানির এই অংশগুলি খতিয়ে দেখে বিচারকের মন্তব্য, সঞ্জয় যা বলেছে, তার কোনও সারবত্তা নেই। আসলে কী বললে, সেটা যুক্তিযুক্ত হবে, সেটাই বুঝে উঠতে পারেনি সঞ্জয়। ফলে তার যখন যা মনে হয়েছে, সেটা বলে গিয়েছে। বলা বাহুল্য, সঞ্জয়ের এহেন আত্মপক্ষ সমর্থনের চেষ্টা তার বিরুদ্ধে গিয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

রাসেল-বেঙ্কি নয়, নারিনই দলের MVP! বলছেন KKR পেসার! স্টার্কের না থাকা ভোগাচ্ছে ৫ মে থেকে ভাগ্যের চাকা ঘোরাবেন বুধ, গুরু! সমৃদ্ধিতে ভরবে মেষ সহ বহু রাশির কপাল হিট স্ট্রোক এড়িয়ে ওজনও কমায়, এই গরমে লিচুর উপকারিতা ভোলার নয় খুঁটিনাটি তদন্ত করছে পুলিশ, ওড়িশার KIIT-তে ফের নেপালি ছাত্রীর মৃত্যুতে বলল ভারত ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে গেম খেলার খেসারত, বেঁকে গেল ১৯ বছরের তরুণের মেরুদণ্ড! দুর্ঘটনায় বাবার মৃত্যু, মাধ্যমিকে নবম হয়ে মায়ের কষ্টের মর্যাদা রাখলেন দেবাঙ্কন বসে নেই বিএসএফ, বলছেন পাকিস্তানে আটক জওয়ানের স্ত্রী, পুরো উলটো কথা বলছেন কুণাল বাতিল হতে পারে রোহিতদের বাংলাদেশ সফর, পহেলগাঁওয়ের আগুনেই পুড়তে চলেছে এশিয়া কাপ? ঝড়-বৃষ্টি চলবেই বাংলায়! পরপর ৫ দিন সতর্কতা জারি, কোন কোন জেলায় দুর্যোগ বেশি? বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক

Latest bengal News in Bangla

দুর্ঘটনায় বাবার মৃত্যু, মাধ্যমিকে নবম হয়ে মায়ের কষ্টের মর্যাদা রাখলেন দেবাঙ্কন বসে নেই বিএসএফ, বলছেন পাকিস্তানে আটক জওয়ানের স্ত্রী, পুরো উলটো কথা বলছেন কুণাল রোজ যারা বিছানা পাল্টায় তারা আর যাই হোক যেন বিজেপি নিয়ে কথা না বলে: দিলীপ ওড়িশায় আক্রান্ত বাংলার শ্রমিকরা, উদ্বিগ্ন ইউসুফ, হস্তক্ষেপ চেয়ে শাহকে চিঠি শিলিগুড়ি বারের নির্বাচনে ধরাশায়ী TMC, BJP, সবকটি আসনেই জয়ী কংগ্রেস-বাম জোট সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন, পরপর বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে, এলেন মন্ত্রী অপরাধমূলক অবমাননা! বিকাশের ওপর হামলায় কি কুণালের ফের জেলে যাওয়া সময়ের অপেক্ষা? কেউ হতে চায় ডাক্তার,কেউ বা ইঞ্জিনিয়ার…মাধ্যমিকে দশম রাহুল কী হতে চায়,চমকে যাবেন! প্লাইউডের কাজের জায়গা থেকেই আগুন ছড়ায় হোটেলে? বড়বাজারের ঘটনায় গ্রেফতার ঠিকাদার জমি দখল করে বাড়ি তৈরির প্রতিবাদ করায় BJP নেতাকে মার বাংলাদেশি অনুুপ্রবেশকারীদের

IPL 2025 News in Bangla

বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’ নিজেদের স্কাউটদেরই পাত্তা দেয়নি CSK! IPL মাতাচ্ছেন প্রিয়াংশরা, সেখানে ১০এ ধোনিরা টস জয়ের রহস্য জেনে গেছেন হার্দিক? বড় ইঙ্গিত দিলেন দীপ! পান্ডিয়ার ক্লাসে রিয়ান কুম্বলে বা দ্রাবিড় নয়! এই প্রোটিয়া ক্রিকেটারই শুরুর দিকে বদলে দেয় বিরাটের জীবন RR vs MI ম্যাচ যেন গলি ক্রিকেট! IPL 2025-এর খেলা ছেড়ে বল খুঁজতে ব্যস্ত সূর্য ওতো বোলিংয়ের ডন ব্র্যাডম্যান… কিংবদন্তির সঙ্গে বুমরাহর তুলনা করলেন গিলক্রিস্ট আইপিএল ২০২৫: প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল CSK-RR! শেষ চারের লড়াইয়ে এগিয়ে কারা? হার্দিক ও সূর্যভাই শেষের দিকে যেভাবে গিয়ার বদলেছে… হারের কারণ জানালেন রিয়ান এটাই ক্রিকেট, এখান থেকেই ও শিখবে… শূন্য করলেও বৈভবের প্রশংসায় রোহিত-শাস্ত্রী

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.