দুর্গা পিতুরি লেন, গৌড় দে লেন এবং স্যাঁকরা পাড়া লেনের তিনটি বাড়ি খালি করা হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি। ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজার অংশে ভূগর্ভে সাড়ে চার মিটার কাজ বাকি ছিল। এর আগে সেই অংশে বিপত্তির জন্য বউবাজার এলাকার একাধিক বাড়িতে ধস নামে। ওই ৪ মিটার অংশে কাজ করেছে মেট্রো।
মেট্রোর সুড়ঙ্গে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ। ফাইল ছবি
বারবার বিপর্যয়ের জেরে থমকে ছিল বউবাজারে মেট্রোর কাজ। অবশেষে সেই কাজ শুরু হয়েছে। তবে তার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্গা পিতুরি লেন, গৌড় দে লেন এবং স্যাঁকরা পাড়া লেনের তিনটি বাড়ি খালি করা হয়েছিল। তিনটি বাড়ির ৪৫ জন বাসিন্দাকে রাখা হয়েছিল একটি হোটেলে। সেই অংশে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ায় অবশেষে বাসিন্দারা শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফিরেছেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিমগামী সুড়ঙ্গে ওই কাজ চলছিল। তবে এর জেরে ওই বাড়িগুলিতে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
কেএমআরসিএলের এক আধিকারিক জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তিনটি বাড়ি থেকে ৪৫ জন বাসিন্দাকে কাছাকাছি হোটেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সেখানে ৯ মিটারের বেস স্ল্যাব ঢালাই তৈরি শেষ হয়েছে এবং বাসিন্দাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্য এক আধিকারিক জানান, গত ১১ মে সুড়ঙ্গ থেকে জল বেরিয়ে আসার ফলে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে ১৬০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে এই অংশে কাজের জন্য আর কোনও দুর্ঘটনা ঘটেনি।