বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাংলা নিয়ে কি আগ্রহ হারাচ্ছে BJP শীর্ষ নেতৃত্ব? জুনে আদৌ রাজ্যে আসছেন অমিত শাহ?
পরবর্তী খবর

বাংলা নিয়ে কি আগ্রহ হারাচ্ছে BJP শীর্ষ নেতৃত্ব? জুনে আদৌ রাজ্যে আসছেন অমিত শাহ?

রবিবার (২৫ মে, ২০২৫) মহারাষ্ট্রের নাগপুরে অমিত শাহ। (PTI)

আগামী জুন মাসের (২০২৫) প্রথম সপ্তাহেই কি বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? তেমন একটা সম্ভাবনা রয়েছে বলে বিজেপি সূত্র মারফত খবর সংবাদমাধ্যমে উঠে আসছে। যদিও অমিত শাহ সামনের মাসে বঙ্গ সফরে এলেও, সেই সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনও পর্যন্ত স্থির হয়নি বলেই শোনা যাচ্ছে।

এদিকে, আগামী ২৯ মে (২০২৫) বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন তিনি। পিএমও সূত্র জানা গিয়েছে, তিনি যে আগামী বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন, সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। সেই মতো প্রস্তুতিও চলছে জোরকদমে। সূত্রের দাবি, মোদীর সফরের সপ্তাহ খানেকের মধ্যেই অমিত শাহ কলকাতায় আসতে পারেন। যদি তিনি আসেন, তাহলে শহরেই দলের মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগে একুশের বিধানসভা নির্বাচনের সময়, অনেকটা আগে থেকেই বাংলায় কার্যত 'ডেলি প্যাসেঞ্জারি' শুরু করেছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। এদিকে, বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে হাতে আর টেনেটুনে একটা বছর সময় রয়েছে। অথচ, এখনও পর্যন্ত বাংলায় সেভাবে প্রচারে ঝড় তুলতে দেখা যাচ্ছে না বিজেপির হেভিওয়েটদের।

দলীয় সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, রাজ্য বিজেপির নেতারা বাংলায় কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে দিয়ে লাগাতার প্রচার করাতে চাইলেও, দিল্লি নাকি তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না এই বিষয়ে!

এই প্রেক্ষাপটে অমিত শাহের সম্ভাব্য বাংলা সফর নিয়ে রাজ্য বিজেপির কোনও এক নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করার লক্ষ্যে আমরা অমিতজিকে কলকাতায় আসার অনুরোধ করেছি। তিনি মৌখিকভাবে জুন মাসের প্রথম সপ্তাহে আসার ইঙ্গিত দিয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়‍নি।'

এখানেই শেষ নয়। রাজ্যের এক বিজেপি সাংসদও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'গত ছ'মাসে আমরা একাধিকবার অমিত শাহ, জগৎপ্রকাশ নাড্ডাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু প্রত্যেকবারই কোনও না কোনও জরুরি কাজে তাঁরা আটকে পড়ায় তাঁদের সফর বাতিল হয়েছে! এখন দেখা যাক, জুনে অমিতজি আসেন কি না!'

প্রশ্ন উঠছে, তাহলে কি সামগ্রিকভাবে বাংলা নিয়ে, বাংলায় আসন্ন ছাব্বিশের নির্বাচন নিয়েই আগ্রহ হারাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব? এই প্রশ্নের উদয় হলেও আনুষ্ঠানিকভাবে তার কোনও জবাব গেরুয়া শিবিরের তরফে পাওয়া যায়নি।

রাজ্য নেতৃত্ব চাইছে, আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে মোদী নিয়োগ দুর্নীতি ও মুর্শিদাবাদ হিংসা নিয়ে সুর চড়ান। কিন্তু, তিনি সেটা করবেন কি না, তা নিয়ে দলের অন্দরেই সংশয় রয়েছে। অনুমান করা হচ্ছে, মোদী মূলত অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সামরিকবাহিনীসমূহ ও ভারত সরকারের সাফল্য তুলে ধরবেন।

বিজেপির এক প্রবীণ নেতা এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভার আগে সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি নেতাদের কাছে টকিং পয়েন্টস চাওয়া হয়। আমরা সেখানে তৃণমূলের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানাতে বলব। আশা করি, আমাদের দেওয়া টকিং পয়েন্টস প্রধানমন্ত্রী সেন্সর করবেন না।'

Latest News

ব্লাউজের লুক হবে স্টাইলিশ, এভাবে টাসেল দিয়ে সাজিয়ে তুলুন সহজেই শনি জয়ন্তী থেকে ৪ রাশির শুরু হবে সুবর্ণ সময়, ফিরবে আর্থিক অবস্থা, হবে উন্নতি বাংলা নিয়ে কি আগ্রহ হারাচ্ছে BJP শীর্ষ নেতৃত্ব? জুনে আদৌ রাজ্যে আসছেন অমিত শাহ? চমক দিয়ে ছোট পর্দায় কৌশানি? কোন চ্যানেলে কোন ধারাবাহিকে দেখা যাবে? পুরো দল অলআউট হয়ে গেল মাত্র ২ রানে, ৪২৪ রানে হার, ভাঙল ২১৫ বছরের পুরনো রেকর্ড ঘরে কঙ্কাল ও মাথার খুলি কেন রাখতেন কিশোর কুমার? মুখ খুললেন ছেলে অমিত বুলি বাড়ি ছাড়তেই অজানা টানে উদ্বিগ্ন এভি! কী কী জানতে চায় সে নায়িকার থেকে? প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে মাঠে নামলেই কিন্তু মেডেল পাওয়া নিশ্চিত নয়,কেন? বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেই হাজতবাস? চিনা পুরুষদের কেন সতর্ক করল ঢাকার দূতাবাস? পুরীতে উলটে গেল ফেরি নৌকা, তাতেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দাদা ও বউদি!

Latest bengal News in Bangla

পাহাড়ে নাগাড়ে বৃষ্টি শুরু, ভয়াবহ ধসের মুখে পড়ল উত্তরবঙ্গের মানুষজন, আতঙ্ক তুঙ্গে কৃষ্ণেন্দুর ‘সুইসাইড নোট’-এ হাতের লেখা মিলছে না? চিপস কাণ্ডে চাঞ্চল্য়কর গরমিল? বাড়ি বাড়ি মশলা দেওয়ার নামে হাড়ির খবর জানছে ওরা, কীভাবে আঁচ করল তৃণমূল? 'মা আমি চুরি করিনি' অপবাদে কোল খালি! চিপসকাণ্ডে বড় পদক্ষেপ নিলেন মৃত ছাত্রের মা বিজ্ঞপ্তি জারি হতেই মমতার ভাতা দেওয়ার ঘোষণাকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে দৌলতাবাদের সমবায়ে জয়ী বাম–কংগ্রেস প্রার্থীরা, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয় এল কলকাতায় ইভির চার্জিং স্টেশন খুঁজে পাবেন সহজেই, আর হাতড়ে বেড়াতে হবে না রাজ্য়ে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, কতজনের শরীরে মিলল ভাইরাসের সন্ধান? 'কোর্টে দেখা হবে' অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করেই বড় সিদ্ধান্ত চাকরিহারাদের পাত্রের বয়স ২১-র কম, জন্ম শংসাপত্র জাল করে রূপশ্রীর আবেদন, ধৃত কনের বাবা-মা

IPL 2025 News in Bangla

কাউকে ২০ কোটিতেই কেনা হোক,বা ২ কোটি,তাঁর আচরণ… বেঙ্কটেশকে নিয়ে মুখ খুললেন রাহানে IPL 2025-এ KKR-এর ফ্লপস্টার বেঙ্কটেশ আইয়ারের ১ রানের দাম প্রায় ১৭ লক্ষ টাকা! তবে তাই হোক! ভক্তের আবদারে প্রীতি জিন্টার সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ ডু'প্লেসির IPL-এর ইতিহাসে নিজেদের সব থেকে বড় হার KKR-এর, শেষ ম্যাচে লজ্জায় ডুবল কলকাতা ৩৭ বলে চোখ ধাঁধানো শতরান ক্লাসেনের, IPL-এর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস SRH-এর বলছি না ফিরে আসব… IPL থেকে অবসর প্রসঙ্গে বিরাট ইঙ্গিত ধোনির, উৎকণ্ঠায় অনুরাগীরা MI-পঞ্জাবের একদল টপকাবে GT-কে, প্রথম কোয়ালিফায়াদের দৌড়ে গিলদের ভাগ্য RCB-র হাতে শেষ ম্যাচে চ্যাম্পিয়নের মতো খেলল CSK, প্লে-অফের আগে ঘরের মাঠে ল্যাজেগোবরে গুজরাট ২,৬,৬,৪,৪,৬: ভারত অধিনায়ক হয়েই ব্যাটে তাণ্ডব, এক ওভারে ২৮ CSK-র ১৭ বছরের তারকার ধোনির অবসর প্রসঙ্গ: CSK-র শেষ ম্যাচে মাহির দাবি, এখনও ধকল নিচ্ছে শরীর, তবে কি…?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.