আগামী জুন মাসের (২০২৫) প্রথম সপ্তাহেই কি বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? তেমন একটা সম্ভাবনা রয়েছে বলে বিজেপি সূত্র মারফত খবর সংবাদমাধ্যমে উঠে আসছে। যদিও অমিত শাহ সামনের মাসে বঙ্গ সফরে এলেও, সেই সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনও পর্যন্ত স্থির হয়নি বলেই শোনা যাচ্ছে।
এদিকে, আগামী ২৯ মে (২০২৫) বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন তিনি। পিএমও সূত্র জানা গিয়েছে, তিনি যে আগামী বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন, সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। সেই মতো প্রস্তুতিও চলছে জোরকদমে। সূত্রের দাবি, মোদীর সফরের সপ্তাহ খানেকের মধ্যেই অমিত শাহ কলকাতায় আসতে পারেন। যদি তিনি আসেন, তাহলে শহরেই দলের মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে একুশের বিধানসভা নির্বাচনের সময়, অনেকটা আগে থেকেই বাংলায় কার্যত 'ডেলি প্যাসেঞ্জারি' শুরু করেছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। এদিকে, বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে হাতে আর টেনেটুনে একটা বছর সময় রয়েছে। অথচ, এখনও পর্যন্ত বাংলায় সেভাবে প্রচারে ঝড় তুলতে দেখা যাচ্ছে না বিজেপির হেভিওয়েটদের।
দলীয় সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, রাজ্য বিজেপির নেতারা বাংলায় কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে দিয়ে লাগাতার প্রচার করাতে চাইলেও, দিল্লি নাকি তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না এই বিষয়ে!
এই প্রেক্ষাপটে অমিত শাহের সম্ভাব্য বাংলা সফর নিয়ে রাজ্য বিজেপির কোনও এক নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করার লক্ষ্যে আমরা অমিতজিকে কলকাতায় আসার অনুরোধ করেছি। তিনি মৌখিকভাবে জুন মাসের প্রথম সপ্তাহে আসার ইঙ্গিত দিয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি।'
এখানেই শেষ নয়। রাজ্যের এক বিজেপি সাংসদও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'গত ছ'মাসে আমরা একাধিকবার অমিত শাহ, জগৎপ্রকাশ নাড্ডাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু প্রত্যেকবারই কোনও না কোনও জরুরি কাজে তাঁরা আটকে পড়ায় তাঁদের সফর বাতিল হয়েছে! এখন দেখা যাক, জুনে অমিতজি আসেন কি না!'
প্রশ্ন উঠছে, তাহলে কি সামগ্রিকভাবে বাংলা নিয়ে, বাংলায় আসন্ন ছাব্বিশের নির্বাচন নিয়েই আগ্রহ হারাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব? এই প্রশ্নের উদয় হলেও আনুষ্ঠানিকভাবে তার কোনও জবাব গেরুয়া শিবিরের তরফে পাওয়া যায়নি।
রাজ্য নেতৃত্ব চাইছে, আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে মোদী নিয়োগ দুর্নীতি ও মুর্শিদাবাদ হিংসা নিয়ে সুর চড়ান। কিন্তু, তিনি সেটা করবেন কি না, তা নিয়ে দলের অন্দরেই সংশয় রয়েছে। অনুমান করা হচ্ছে, মোদী মূলত অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সামরিকবাহিনীসমূহ ও ভারত সরকারের সাফল্য তুলে ধরবেন।
বিজেপির এক প্রবীণ নেতা এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভার আগে সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি নেতাদের কাছে টকিং পয়েন্টস চাওয়া হয়। আমরা সেখানে তৃণমূলের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানাতে বলব। আশা করি, আমাদের দেওয়া টকিং পয়েন্টস প্রধানমন্ত্রী সেন্সর করবেন না।'