নিষেধাজ্ঞা উড়িয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো রামনবমী পালন করা হল । রামচন্দ্রের পুজোর মধ্য দিয়ে এদিন বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের নিচে দেওয়ালে ‘আজাদ কাশ্মীর লেখা’-র পাশেই ব্যানার লাগানো হয়। ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠে বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: রামনবমী ২০২৫ তিথি আর কতক্ষণ থাকছে? ২০২৬ সালে কবে রয়েছে এই উৎসব!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনের জন্য প্রথমে কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিলেন পড়ুয়াদের একাংশ। তবে তাতে অনুমোদন দেয়নি পরিচালন সমিতি। বিশ্ববিদ্যালয়ে যেহেতু কোনও উপাচার্য নেই তাই এই অনুমতি দেওয়া যাবে না বলেই কর্তৃপক্ষ জানিয়েছিল।
এবিভিপির দাবি, যদি ক্যাম্পাসে ইফতার পার্টি করা যায়, তাহলে কেন রামনবমী করা যাবে না। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছিল। এবিভিপি হুঙ্কারের সুরে কার্যত জানিয়েছিল যে তারা কর্তৃপক্ষের অনুমতি না থাকলেও ক্যাম্পাসে রামনবমী পালন করবে। অন্যদিকে, পাল্টা এনিয়ে এসএফআই জানিয়েছিল সম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা রাস্তায় থাকবে। এসবের মধ্যেই আজ রবিবার রামনবমী পালন হল ক্যাম্পাসে।