দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা শুনে আসছে প্রধান বিচারপতির বেঞ্চ। তবে এবার থেকে জনস্বার্থ মামলা নিয়ে বড় পরিবর্তন করল হাইকোর্ট কর্তৃপক্ষ। আদালতের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের পর থেকে দায়ের হওয়া বা নতুন করে দায়ের হওয়া আর কোনও জনস্বার্থ মামলার শুনানি হবে না প্রধান বিচারপতির এজলাসে। তার পরিবর্তে অন্য এজলাসে সেই জনস্বার্থ মামলার শুনানি হবে। কোন কোন বিচারপতির এজলাসে শুনানি হবে, সে বিষয়টিও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা শোনার রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। ফলে এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের ইতিহাসে বেনজির বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ।
আরও পড়ুন:'বেতন ফেরত নিয়ে সুপ্রিম নির্দেশ অমান্য', শুনানি হাইকোর্টে হবে? স্থগিত রায়দান
বুধবার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। সাধারণত কোন বিচারপতির বেঞ্চে কোন মামলা হবে, তা ঠিক করে থাকেন প্রধান বিচারপতি। এবার জনস্বার্থ মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ঘোষণা অনুযায়ী, এবার থেকে জনস্বার্থ মামলার শুনানি হবে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
আইনজীবীরা জানাচ্ছেন, সাধারণত কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি কোনও কারণে অনুপস্থিত থাকলে অন্য বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলার শুনানি হয়ে থাকে। তবে জনস্বার্থ মামলার শুনানি যে প্রধান বিচারপতির এজলাসে আর হবে না, এমন উদাহরণ কলকাতা হাইকোর্টের ইতিহাসে বেনজির বলেই জানাচ্ছেন আইনজীবীরা। যদিও জনস্বার্থ মামলার শুনানি যে প্রধান বিচারপতিকেই শুনতে হবে, তা নিয়ে কোনও নিয়ম নেই। তবে দীর্ঘদিন ধরে জনস্বার্থ মামলার শুনানি হয়ে আসছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে।