নবান্ন অভিযান চলাকালীন পুলিশের উদ্দেশে কটূক্তি করার অভিযোগে এবার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, আগামী ১৭ অগস্ট নিউ মার্কেট থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। গত ৯ অগস্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা নবান্ন অভিযানে যোগ দিতে শহরে আসেন। আন্দোলনের দিন পার্কস্ট্রিট সংলগ্ন এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ। এই বিশৃঙ্খলার মাঝেই অশোক দিন্দা পুলিশের বিরুদ্ধে কটূক্তি ও হুমকির মতো মন্তব্য করেন বলে অভিযোগ।
আরও পড়ুন: ‘পুলিশকে ভালো করে ব্যাটিং করতে হবে’ নবান্ন অভিযান নিয়ে শওকতের মন্তব্যে বিতর্ক
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে হুমকি দেওয়া, সরকারি কাজে বাধা সৃষ্টি এবং আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পরই বিষয়টি নথিভুক্ত করে মামলা শুরু হয়। শুধু অশোক দিন্দা নন, ওই দিনের ঘটনায় জড়িত আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ওই দিন নবান্ন অভিযানে রাজ্যের রাজনৈতিক আবহ ছিল উত্তপ্ত। বিজেপির শীর্ষ নেতৃত্ব ছাড়াও পতাকা হাতে রাজপথে নামেন বহু কর্মী ও সমর্থক। এমনকি, গত বছরের আলোচিত আরজিকর হাসপাতাল কাণ্ডে বিচার না মেলার প্রতিবাদে তিলোত্তমা নামের এক তরুণীর বাবা-মাও এই মিছিলে যোগ দেন। মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে উত্তেজনা চরমে ওঠে। পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড-সহ বেশ কিছু এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।