হরিদেবপুরের বাড়ি থেকে চলে গিয়েছিলেন ১৫ কিলোমিটার দূরে পোস্তা এলাকায়। কিন্তু, তারপরে কিছুতেই মনে করতে পারছিলেন না তিনি, কোথায় যাবেন বা বাড়ি কোথায়। ৬৫ বছর বয়সি সেই ডিমেনশিয়া রোগীকে শেষ পর্যন্ত বাড়ি পৌঁছে দিল পুলিশ। জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম সাগর ঘোষ। তিনি হরিদেবপুরের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি ডিমেনশিয়া রোগে ভুগছেন। পুলিশের ভূমিকায় খুশি বৃদ্ধের পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ ব্যাঙ্কে যাওয়ার নাম করে শনিবার সকাল ১১ টা নাগাদ হরিদেবপুরের বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু, ব্যাঙ্কে যাওয়ার পরেই ঘটে বিপত্তি। বাড়ি যাওয়ার রাস্তা কিছুতেই মনে করতে পারছিলেন না ওই বৃদ্ধ। শেষে তিনি পোস্তা এলাকায় পৌঁছে যান। এদিকে বৃদ্ধ বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। তাঁরা হরিদেবপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ঘটনায় হরিদেবপুর থানার পুলিশ আশেপাশের সমস্ত থানার সঙ্গে যোগাযোগ করে। সেই মতোই বৃদ্ধকে খুঁজতে শুরু করে পুলিশ। শেষে বৃদ্ধকে খুঁজে পায় পুলিশ। রবিবার পুলিশ ওই বৃদ্ধকে তাঁর বাড়িতে পৌঁছে দেন।
পুলিশের এক আধিকারিক জানান, বৃদ্ধের মুখ এবং চুলে রং লেগে থাকায় প্রথমে থাকায় প্রথমে তাঁকে শনাক্ত করতে সমস্যা হয়েছিল। শেষে পুলিশ ওই বৃদ্ধকে শনাক্ত করলেও তিনি প্রথমে নিজের নাম বা ঠিকানা বলতে পারেননি। কিন্তু, শেষমেশ ওই বৃদ্ধ কোনওভাবে নিজের বাড়ির ঠিকানা মনে করতে সক্ষম হলে তাঁকে বাড়িতে পাঠানো হয়।