রাতের কলকাতায় খুন তরুণ। রবিবার গভীর রাতে কলকাতা পুরসভার একটি কোয়ার্টারের ছাদে তরুণকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই তরুণের দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। তার ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জল ফেলে দেওয়া নিয়ে বচসার কারণে তরুণকে খুন করে ওই যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটে ফুলবাগান নিয়ে কলকাতা পুরসভার ঝাড়ুদারদের কোয়ার্টারে। মৃত তরুণের নাম নীতীশ রবিদাস (১৮)। পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক ছাদে নেশা করতে গিয়েছিল। সেই সময় বচসার জেরে নীতীশকে সে খুন করে।
আরও পড়ুন: কলকাতার বুকে অভাবনীয় কাণ্ড, গড়ের মাঠ থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় খুনের অভিযোগে আকাশ হরি নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, নীতীশ এবং আকাশ এই দুজনের বাবাই কলকাতা পুরসভার ঝাড়ুদার। সেই কারণে তারা ফুলবাগানে ওই আবাসিক কোয়ার্টারে থাকতেন। তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে প্রতিদিন রাতে ছাদে শুতে যেতেন নীতিশ। রবিবারও ছাদে শুতে গিয়েছিলেন নীতিশ। সেই সময় আকাশও ছাদে যায়।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, প্রথমে নেশার ঘরে নীতীশের জলের বোতল ফেলে দিয়েছিল আকাশ। এ নিয়ে নীতীশের সঙ্গে ঝামেলা বাঁধে আকাশের। এরপর তাদের মধ্যে মারপিট বাঁধে। ক্রমেই সেই ঘটনা আরও চরম আকার ধারণ করে। এরপর আকাশ একটি ছুরি বের করে নীতীশের বুকে পরপর বেশ কয়েকবার কোপ মারে। যার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে নীতীশ।