
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মেট্রো টিকিটের জন্য আর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। অপেক্ষাও করতে হবে না। এবার একেবারে বাড়িতে বসেই অগ্রিম বুকিং করা যাবে মেট্রোর টিকিট। এর আগে মেট্রো যাত্রার ৪৫ মিনিট আগে অগ্রিম টিকিট বুক করা যেত। এবার থেকে মেট্রোর টিকিট বুক করা যাবে ১২ ঘণ্টা আগে। যাত্রীদের সুবিধার্থে আজ মঙ্গলবার এই নয়া ব্যবস্থা চালু করেছে মেট্রো কর্তৃপক্ষ।
আজ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তী সময়ে নর্থ-সাউথ মেট্রোতেও এই ব্যবস্থা চালু করা হবে বলে মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানিয়েছেন। গত বছরের ৪ জানুয়ারি প্রথম ইস্ট ওয়েস্ট মেট্রোতে অগ্রিম টিকিট বুকিং করার ব্যবস্থা চালু করেছিল কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে ৪৫ মিনিট আগে অগ্রিম টিকিট বুক করা যেত। তবে সেই সময়সীমা ১২ ঘন্টা হওয়ার ফলে যাত্রীরা আরও উপকৃত হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। সেইসঙ্গে করোনা সংক্রমণও এড়ানো সম্ভব হবে। তবে ১২ ঘণ্টা আগে যে টিকিট বুক করা যাবে তা কিউ আর কোড বেসড টিকিট। আগে যেভাবে বুকিং করতে হতো ঠিক সেভাবেই টিকিট অগ্রিম বুক করা যাবে।
কীভাবে বুক করবেন?
১) কিউআর কোড বেসড টিকিট বুক জন্য প্রথমে যাত্রীদের গুগল প্লে স্টোর থেকে 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপটি মোবাইলে ইন্সটল করতে হবে।
২) অ্যাপে ইউজারনেম এবং আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর 'লোকেশন' অপশনটি অন রাখতে হবে।
৩) এরপর 'বুকিং 'মেনুতে গিয়ে 'বুক কিউ আর টিকিট' এ ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরেই যাত্রীরা কোন স্টেশন থেকে উঠবেন এবং কোন স্টেশনে নামবে তা মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে।
৪) সেই মতই স্টেশনের নাম দিয়ে 'বুক টিকিট' এ ক্লিক করতে হবে। আর তারপরেই 'পেমেন্ট' এর অপশন চলে আসবে। সেক্ষেত্রে যাত্রীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
৫) এরপরে টিকিট বুক হয়ে যাবে।
৬)টিকিট বুক হয়ে গেলে একটি কিউআর কোড জেনারেট হবে।
আসলে সেই কিউআর কোডটিই হলো মেট্রোর যাত্রীদের টিকিট। গেটের স্ক্যানারে কিউআর কোডটি ধরলেই যাত্রীদের জন্য দরজা খুলে যাবে।
তবে ১২ ঘণ্টার মধ্যে মেট্রো যাত্রা না করলে কিউ আর কোড ইনভ্যালিড হয়ে যাবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports