বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Indian Railway: প্রচন্ড গরমে ঠাসাঠাসি ভিড়, মৃত্যুও হয়েছে! যন্ত্রণার রেল সফর, কবে মিলবে সুরাহা?
একে তো প্রচন্ড গরম। তার উপর ট্রেনের কামরায় একেবারে গাদাগাদি ভিড়। তিল ধারনের জায়গা নেই। সবথেকে সমস্যায় পড়েছেন বয়স্ক ও শিশুরা। কীভাবে ভিড়ে ঠাসা কামরায় ওঠা সম্ভব সেটা কিছুতেই বুঝতে পারছেন না তাঁরা। পূর্ব রেলের উত্তর ও দক্ষিণ শাখার একাধিক ট্রেনে এটা যেন রোজকার ছবি। বর্তমানে শিয়ালদায় প্লাটফর্ম সম্প্রসারণের জন্য যাত্রীদের ভোগান্তি বেড়েছে। কিন্তু কেবলমাত্র সাময়িক এই ভিড়ে হচ্ছে সেটা অবশ্য নয়। বাস্তবে এই ভিড় যেন রোজকার ঘটনা। কোনও যাত্রী যদি ভাবেন শিয়ালদায় উঠে দমদমে নামবেন তবে সেটা কার্যত অসম্ভব। কারণ দমদমে যত সংখ্যক যাত্রী ওই কামরায় ওঠার চেষ্টা করেন তাদের ভিড়ে দমদমে নামা কার্যত অসম্ভব। আর এই প্রচন্ড ভিড়ের জেরে দুর্ঘটনার নজিরও রয়েছে। অফিসযাত্রীরা হাড়ে হাড়ে জানেন বিষয়টি।