শীতের রাতে রুম হিটার ব্যবহার করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। রুম হিটার থেকে আগুন লেগে মৃত্যু হল বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বেহালা থানা এলাকার নফরচন্দ্র দাস রোডে। মৃতার নাম পূর্ণিমা দে (৮২)। গভীর রাতে বৃদ্ধার চিৎকার শুনে তার ঘরে ছুটে যান পরিবারের অন্যান্য সদস্যরা। আগুনে পুড়ে গুরুতর জখম হন বৃদ্ধা। তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শীতের রাতে দিল্লির আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মৃত্যু ৫ জনের
পুলিশ এবং পারিবারিক সূত্র জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার রাত দেড়টা নাগাদ। তিনি তিনতলার বাড়িতে দুই ছেলে বৌমার সঙ্গে থাকতেন। সোমবার রাতে সকলের সঙ্গে খাওয়া-দাওয়া করার পর নিজের তেতলার ঘরে শুতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। শোওয়ার সময় তিনি রুম হিটার চালিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃদ্ধা প্রতিদিনই রুম হিটার চালিয়ে ঘুমোতেন। এরপর তিনি নিজেই কয়েক ঘণ্টা পর উঠে রুম হিটার বন্ধ করে দিতেন। এদিনও হিটার চালিয়ে ঘুমোতে গিয়েছিলেন। তারপরে মাঝ রাতে বৃদ্ধা চিৎকার চেঁচামেচি করতে থাকেন। সেখানে ছুটে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন আগুনে জ্বলছে ঘর। এরপর কোনওভাবে তারা আগুন নিভিয়ে প্রথমে ওই বৃদ্ধাকে বেহালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় দীর্ঘ সময় ধরে অ্যাম্বুলেন্স না পাওয়ায় অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছিল। কিন্তু পুড়ে যাওয়ার কথা শুনে কোনও অ্যাম্বুলেন্স আসতে চায়নি। শেষে এটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স এসে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়।