বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর ওই নির্বাচনের আগে রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করে ফেলতে চায় রাজ্য সরকার। এবার বকেয়া কাজ দ্রুত করার ক্ষেত্রে ফরমান জারি করল নবান্ন। যাতে কাজ অগ্রগতির সঙ্গে এগিয়ে যায়। এই বকেয়া কাজগুলি ঠিক মতো হচ্ছে কিনা সেটা সারাক্ষণ নজরে রাখতে চাইছে নবান্ন। তাই ‘ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ পোর্টালে প্রকল্প নিয়ে সমস্ত তথ্য আপলোড করার ক্ষেত্রে সব দফতরকে জুড়ে নিল রাজ্য সরকার। যা একদিকে চাপ বাড়িয়ে দিল কাজের। অপরদিকে দ্রুত এই বকেয়া কাজগুলি হয়ে গেলে মানুষের উপকার হবে।
বকেয়া কাজ বহু দফতরের রয়েছে। তাই সেইসব দফতরকে যুক্ত করা হয়েছে। সুতরাং দফতরের সংখ্যা বেড়ে গেল। আগে এই পোর্টালে পূর্ত, সেচ, জলসম্পদ, কেএমডিএ, জনস্বাস্থ্য কারিগরি এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের সমস্ত প্রকল্পের তথ্য এই পোর্টালে আপলোড করা হতো। এবার সমস্ত দফতর জুড়ে যাওয়ায় তাদের প্রকল্পের বকেয়া কাজ প্রত্যেকদিন আপলোড করতে হবে। সুতরাং কাজে ঢিলেমি দেওয়া যাবে না এটা স্পষ্ট হয়ে গেল। এবার রাজ্য সরকার ফরমান জারি করেছে, দ্রুততার সঙ্গে প্রকল্পের কাজ শেষ করতে হবে। তাই সরকারি অফিসারদের জন্য বিশেষ অ্যাপেরও বন্দোবস্ত করছে রাজ্য সরকার বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ‘গুড অ্যান্ড ব্যাড টাচ’ কোনগুলি? এবার শিশু–সুরক্ষায় পাঠ দেবে কলকাতা পুরসভার স্কুলগুলি
যাতে দ্রুততার সঙ্গে কাজের নির্দেশ সকলের কাছে পৌঁছে যায় তার জন্য সোমবার অর্থ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে উল্লেখ করা হয়েছে, এবার থেকে সব দফতরের সব প্রকল্পের তথ্য ‘ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এখন তা কার্যকরও হয়েছে। এই বিষয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘সব প্রকল্পের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত গতির সঙ্গে বজায় রাখতেই রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।’ কাজ করে সেটাকে প্রচারে আনাই লক্ষ্য তৃণমূল কংগ্রেস সরকারের। তাই সব দফতরের প্রকল্পের কাজের খতিয়ান ‘ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ পোর্টালে নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।