একুশে জুলাইয়ের সমাবেশের পরদিন মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এবার সেই কর্মসূচি বাস্তবায়িত হতে চলেছে। নবান্ন থেকে এই কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। জানানো হয়েছে, আগামী ২ অগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্প।
আরও পড়ুন: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে থাকতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারি পরিষেবা আরও কাছাকাছি পৌঁছে দেওয়া। বুথভিত্তিক এই প্রকল্পে একত্রে তিনটি বুথ নিয়ে গঠিত হবে একটি পাড়া। প্রতিটি বুথের জন্য বরাদ্দ থাকছে ১০ লক্ষ টাকা। অর্থাৎ, রাজ্যের ৮০ হাজার বুথ অনুযায়ী মোট খরচের পরিমাণ দাঁড়াবে ৮ হাজার কোটি টাকা। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলির ছোটখাটো ও জরুরি সমস্যার দ্রুত সমাধান করার লক্ষ্য নিয়েছে প্রশাসন। স্থানীয় মানুষদের অভিযোগ শুনে, তা খতিয়ে দেখে সমাধানের রূপরেখা তৈরি করবেন সরকারি আধিকারিকেরা। রাস্তা সংস্কার, পানীয় জলের সংযোগ, স্কুলের পরিকাঠামো উন্নয়ন কিংবা গ্রামীণ এলাকায় সেতু মেরামতির মতো কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রত্যেক বুথে বসবে পৃথক ক্যাম্প। মোট প্রায় ২৭ হাজার ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন চলবে এই কার্যক্রম। অভিযোগ শোনার কাজ শেষ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে, আর প্রকল্পভুক্ত কাজগুলি শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।