
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নাটকীয় পরিবর্তন! এবার পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। মেয়াদ শেষ হওয়ার কারণেই তিনি ইস্তফা দিয়েছেন বলে খবর। আজ, সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ই–মেল মারফৎ ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। যে পিএসি চেয়ারম্যানের পদ নিয়ে এত ঝামেলা হল সেখানে এই পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ।
মেয়াদ কী শেষ হয়েছিল? বিধানসভা সূত্রে খবর, গত শুক্রবার বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৪১টি কমিটির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে ছিলেন। সুতরাং পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়েরও মেয়াদ বাড়ে এক বছর। এই পরিস্থিতিতে সোমবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করে অধ্যক্ষকে ই–মেল করেন মুকুল রায়। রায়সাহেবের এই কাজে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি।
সম্প্রতি কী ঘটেছিল বিধানসভায়? মুকুল রায় কাদের এই নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছিল। তাতে মামলা পর্যন্ত গড়িয়েছিল। এই পরিস্থিতিতে ফের শুভেন্দু অধিকারীর করা অভিযোগ খতিয়ে দেখেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা এবং মুকুল রায়ের আইনজীবীদের যুক্তি পুনরায় শোনেন তিনি। কিন্তু তাতেও স্পিকারের সিদ্ধান্ত বদল হয়নি। তিনি জানিয়ে দিলেন, ‘মুকুল রায় দল বদল করেননি। তিনি এখনও বিজেপিতেই আছেন।’
উল্লেখ্য, একুশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল ভবনে আসেন মুকুল রায়। তারপরই পিএসি চেয়ারম্যান করা হল মুকুল রায়কে। আর তখন থেকেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব বিজেপি। আদালতের নির্দেশে দু’বার স্পিকার জানিয়েছেন, মুকুল রায় এখনও বিজেপিতেই রয়েছেন। তাই তিনি বিজেপির বিধায়ক। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনও প্রমাণ নেই। এবার পিএসি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports