নোয়াপাড়া থেকেই ছাড়বে মেট্রো। দমদমের জায়গায় নোয়াপাড়া থেকে ছাড়বে মেট্রো। দুদিনের জন্য এবার ট্রায়াল রান। কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস রিলিজে গোটা সময়সূচিটা জানানো হয়েছে।
মেট্রোর তরফে বলা হয়েছে, শনিবার অর্থাৎ ২৩শে নভেম্বর ব্লু লাইনে ২৩৮টি পরিষেবা থাকবে। আর রবিবার ২৪শে নভেম্বর ১৩০টি সার্ভিস থাকবে।
এই দুদিন দমদমের জায়গায় নোয়াপাড়া থেকে মেট্রো ছাড়বে।
শনিবার ব্লু লাইনে ২৩৪টি সার্ভিসের জায়গায় ২৩৮টি সার্ভিস হবে। কবি সুভাষের জন্য দমদম থেকে যে মেট্রো ছাড়ত সেটা এবার নোয়াপাড়া থেকে ছাড়বে ও যাবে কবি সুভাষ পর্যন্ত, ট্রায়ালের ভিত্তিতে।
প্রথম সার্ভিস
সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে।
৬টা ৫৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে মেট্রো
৭টায় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাবে।
শেষ পরিষেবা-
রাত ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা থাকবে।
রাত সাড়ে ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।
রাত ৯টা ৪০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ
রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম।