দুর্গা পিতুরি লেন, গৌর দে লেন এবং স্যাঁকরাপাড়া লেনের তিনটি বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট প্রকল্পের বউবাজার অংশে ভূগর্ভে সাড়ে চার মিটার কাজ এখনও বাকি রয়েছে। সেই অংশে বিপত্তির জন্য বউবাজার এলাকার একাধিক বাড়িতে ধস নামে।
বউবাজারে চলছে কাজ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
বারবার বিপর্যয়ের জেরে থমকে ছিল বউবাজারে মেট্রোর কাজ। অবশেষে বউবাজারের দুর্গা পিতুরি লেনের মাটি পরীক্ষা করা সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে পশ্চিমগামী সুড়ঙ্গের কাজ শুরু করতে বলেছে। তবে পুরনো বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক হল মেট্রো রেল কর্তৃপক্ষ। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কাজ শুরু করার আগে এলাকার বাসিন্দাদের বাড়ি খালি করে দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। সোমবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই ওই তিনটি বাড়ির ৪৫ জন বাসিন্দাকে বউবাজার এলাকার একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাতে অবশ্য বাড়ির বাসিন্দারা আপত্তি জানাননি। মেট্রো কর্তৃপক্ষ চাইছে আগামী দু'মাসের মধ্যে ওই কাজ শেষ করতে। উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ২০১৯ সালের ৩১ অগস্ট দুর্গা পিতুরি লেন এবং স্যাঁকরাপাড়া লেনের একাধিক বাড়িতে প্রথম ফাটল ধরেছিল। সেইসময় ক্ষতিগ্রস্ত বাসিন্দদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল।